ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হওয়ার! বাঁধা হয়ে দাঁড়ায় অর্থ। কিন্তু নিজের চেষ্টা আজ এমনই এক কাণ্ড ঘটালেন গ্রামের এই ছেলেটি যা তাবড় ইঞ্জিনিয়ারকেও ঘোল খাইয়েছে। নিজের চেষ্টায় তৈরি করেছেন আস্ত এক ফাইটার প্লেন। এই প্লেন উড়তে পারে ৩০০ ফুট পর্যন্ত।
ভারতে প্রতিভার অভাব নেই। অনেক সময় ইচ্ছা থাকলেও বাঁধা হয়ে দাঁড়ায় অর্থিক অনটন। বিহারের প্রত্যন্ত গ্রামের এক যুবকের সঙ্গে ঠিক এমনই কিছু ঘটে। ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু আর্থিক প্রতিবন্ধকতায় সে ইচ্ছা পূরণ হয়নি। তবে সেই আক্ষেপ দূরে ঠেলে নিজের হাতেই যুবক বানিয়েছেন এক ফাইটার প্লেন । যেটি খুব দ্রুত ৩০০ ফুট পর্যন্ত উড়তে পারে।
মুজাফফরপুর জেলার সুজাওয়ালপুর গ্রামের বাসিন্দা রিক্কি শর্মা। তার তৈরি ফাইটার প্লেন এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাছের বাক্সে ব্যবহৃত থার্মোকল থেকে তৈরি করেছেন এই স্বপ্নের উড়ান। F22 Raptor মডেলের ফাইটার প্লেন তৈরি করেছেন তিনি, যেটি ৩০০ ফুট উচ্চতায় উড়ে যেতে পারে। রিকির এই সাফল্যে আশপাশের লোকজনও বেশ অবাক। ফাইটার এই প্লেনটি তৈরি করতে খবর হয়েছে মাত্র ৭-৮ হাজার টাকা।
রিকি, বিএ-এর পাস, বাবা নবল কিশোর শর্মা কাঠের মিস্ত্রি। পাশাপাশি সাউন্ড সিস্টেমের কাজ করেন। নবম শ্রেণী থেকেই রিকি এমনই এক প্লেন বানানোর কথা ভাবতেন। রিকির বাবা বলেন, তার ছেলে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভাল ছিল না, যার নিজের স্বপ্ন বিসর্জন দিতে হয় তাকে। কিন্তু নতুন কিছু করার তাগিদ সব সময় ছিল ছেলের। আর সেই তাগিদেই তৈরি বিশেষ এই ফাইটার প্লেন। রিক্কির গ্রামের মানুষও রিকির এমন কীর্তিতে খুশি। তারা বলেন,সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে অবশ্যই রিকি আরও ভাল কিছু করে দেখাবে।