New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/viral-feature-17.jpg)
মুম্বাইয়ের ওয়ানখেদে স্টেডিয়ামে টি-টোয়েন্টি মুম্বাই লিগ ম্যাচের খেলায় বাবার জন্য চিৎকার করতে থাকা এক কিশোরীর ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। তবে তার বাবা খেলোয়াড় নন, তিনি একজন ক্যামেরাম্যান। মেয়ে যখন বাবার জন্য গ্যালারি থেকে হাক দিচ্ছিল অফিশিয়াল চ্যানেলের হয়ে ম্যাচটি সরাসরি রেকর্ড করছিলেন বাবা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মেয়ে হাতে একটা পোস্টার নিয়ে দাড়িয়ে আছে। যেখানে লেখা আছে, ক্যামেরার পিছনে আমার বাবা আছেন।
Advertisment
আরও পড়ুন: বৃদ্ধাশ্রম থেকে প্রেম, তারপর বিয়ে, বয়স ষাটোর্ধ্ব
দেখুন ভিডিওটি
মন কেড়েছে সোশাল মিডিয়ারRead the full story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us