Advertisment

মানুষকে সচেতন করতে সংবিধান মেনে করোনা পুজো, জোর সমালোচনা সোশাল মিডিয়ায়

এটিই প্রথম নয়, এর আগে কলকাতার ময়দানে, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়, বিহারে উত্তরপ্রদেশে এভাবে করোনা পুজো করতে দেখা দিয়েছে মানুষকে।

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা ভাইরাল খবর: সংবিধান মেনে করোনা পুজো, জিমের করছে ভূত!

=

প্রতিদিন নিয়ম করে 'করোনা দেবী'-র পুজো করে যাচ্ছেন কেরালার এক ব্যক্তি। ইনি কোল্লাম জেলার বাসিন্দা। করোনার প্রকোপ কমানোর জন্য নয়, এনার পূজো করার মূল কারণ করোনা যোদ্ধাদের প্রাণরক্ষা। তাদের সুস্থতা কামনার জন্যই তিনি এই পুজো চালিয়ে যাচ্ছেন। কোন ভগবান কে পূজা করছেন? করোনা৪ ভাইরাসের প্রতিলিপি তৈরি করেছেন থার্মোকল দিয়ে। তাতেই রোজ জল মিষ্টি ধুপ ধুনো দিয়ে পুজো দিচ্ছেন তিনি।

Advertisment

এক সংবাদ সংস্থাকে তিনি বলেন, "আমি এই রেপ্লিকাকে করোনাকে দেবী হিসেবে পুজো করছি। স্বাস্থ্য , পুলিশ কর্মী, গবেষক সহ অন্যান্য যোদ্ধাদের সুস্থতার ভিক্ষা চেয়েছি 'করোনা দেবী'-র কাছে"।

কিন্তু পূজারী অনিলানের পূজার্চনা নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয় ট্রোল। পূজারী জানিয়েছেন এই মশকরায় তাঁর কিছু যায় আসে না। তিনি উপহাসের পাল্টা জবাব হিসেবে জানিয়েছেন, এটাই তাঁর সচেতনতার বার্তা।

তিনি আরও বলেন, আমি সংবিধান মেনেই পুজো করছি। নিজের মতো করে পুজো করা মৌলিক অধিকার। এতে অংশ নেওয়ার জন্য আমি কাউকে জোর করিনি। আমার বাড়ির লোক এতে এখনও শামিল হয় নি।

করোনা দেবীর পুজো করলেও অনিলান মন্দির, মসজিদ ও অন্য উপাসনাস্থান খোলার সরকারি সিদ্ধান্তের বিরোধী বলে জানা গিয়েছে। তিনি বাড়িতে পুজো করার প্রতি জোর দিয়েছে। তিনি বলেন, "এখনও ভাইরাসকে বিনাশ করার জন্য ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এরকম পরিস্থিতিতে পুজোর স্থান খুলে দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে"।

তবে এটিই প্রথম নয়, এর আগে কলকাতার ময়দানে, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়, বিহারে উত্তরপ্রদেশে এভাবে করো না পুজো করতে দেখা দিয়েছে মানুষকে।

Read the full story in English

viral viral news
Advertisment