Advertisment

"আমার ঘর কাঁপছে!", ভূমিকম্পেও অবিচল রাহুল গান্ধীর ভিডিও ভাইরাল

জুম কলে লাইভ আলোচনার মধ্যেই কম্পন অনুভব করেন ওয়ানাডের সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP, RSS attacking culture & harmony of Jammu, says Cong Leader Rahul Gandhi

ফের রাহুলের নিশানায় বিজেপি-আরএসএস

শুক্রবার রাতে তাজিকিস্তানে ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে উত্তর ভারতের একাধিক জায়গা। দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের বহু জায়গায় আফটার শক অনুভব করেন স্থানীয় বাসিন্দারা। বাদ যাননি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। জুম কলে লাইভ আলোচনার মধ্যেই কম্পন অনুভব করেন ওয়ানাডের সাংসদ। কিন্তু সামান্য হলে ভয় পেলেও অবিচল থাকার চেষ্টা করেন তিনি। কিন্তু তাঁর সেই ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

শিকাগো বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়েছিলেন তিনি। তখনই দিল্লিতে কম্পন অনুভূত হয়। সঙ্গে ছিলেন ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তী। আলোচনা সভার মধ্যেই তিনি বলে ওঠেন, "এখানে এখন ভূমিকম্প হচ্ছে।" তারপর কিছুক্ষণের জন্য থেমে গিয়ে বলেন, "আমার ঘর কাঁপছে।"

দেখুন সেই ভাইরাল ভিডিও-

মার্কিন ভৌগলিক সমীক্ষা অনুযায়ী, মাটির ৯২ কিমি নিচে উচ্চক্ষমতা সম্পন্ন কম্পনের জেরে তার অনেক দূর পর্যন্ত মাটি কাঁপতে পারে। এক্ষেত্রেও তেমনই উচ্চক্ষমতা সম্পন্ন কম্পন হয়েছিল শুক্রবার রাতে। যার ফলে জম্মু-কাশ্মী, পাঞ্জাব এবং দিল্লিতে বেশ কিছুক্ষণ কম্পন অনুভূত হয়। তবে এই ধরনের কম্পনের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়।

earthquake rahul gandhi
Advertisment