রহস্যজনকভাবে, রাস্তার মাঝখান দিয়ে ছুটে চলা একটি অটোরিকশা শূন্যে উড়ে উলটে যায়। চোখের সামনে এমন ঘটনা দেখে একেবারে হতবাক হয়ে পড়েন মানুষজন। সকলেই ছুটে গিয়ে অটোরিকশার ভিতর আটকে পড়ে চালক-যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে আসেন।
Advertisment
ভাইরাল হওয়া এই ভাইরাল ভিডিও দেখে মানুষের প্রশ্ন একটাই কীভাবে এই দুর্ঘটনা ঘটল। ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশা হঠাৎ শূন্যে উড়ে রাস্তায় পালটি খেয়ে যায়।
অনেক সময় এমন কিছু দুর্ঘটনা ঘটে, যা দেখার পর বুক কেঁপে ওঠে আবার কখনও কখনও এমন হৃদয় বিদারক দুর্ঘটনা দেখে নিজের চোখকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। সারা বিশ্বে প্রতিদিন শ’য়ে শ’য়ে পথ দুর্ঘটনা ঘটলেও কিছু দুর্ঘটনা মানুষের মনকে প্রশ্ন করে। ভাইরাল হওয়া এই মর্মান্তিক ভিডিওতে, রাস্তার মাঝখানে যাওয়ার সময় একটি অটোরিকশাকে শূন্যে উড়ে রাস্তায় উলটে যেতে দেখা যায়।
এই মর্মান্তিক ভিডিওতে দেখা যায় যে, সামনে কোন ডিভাইডার না থাকা সত্ত্বেও বা অন্য কোন যানবাহনের সঙ্গে অটোটিকে ধাক্কা না লাগা সত্ত্বেও কীভাবে একটি অটোরিকশা মুহূর্তের মধ্যেই মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। শুধু তাই নয়, রাস্তায় কোনও ধরনের গর্ত দেখা যায়নি, যার কারণে অটোটি হঠাৎ করে শূন্যে উঠে উল্টে যায়।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে tausifahmad0 নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে, যা দেখে সবাই অবাক এবং জানতে বাধ্য হচ্ছে কীভাবে এই দুর্ঘটনা ঘটল। যারা এই ভিডিওটি দেখেছেন তারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'সামনের চাকা বন্ধ হয়ে নিচের দিকে ঢুকে গেছে।' অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, 'লোকেরা সাহায্যের জন্য দৌড়াচ্ছেন, দেখে ভালো লাগছে।' এখন পর্যন্ত 22 হাজারের বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন।