Advertisment

৩৭ বছরে এই প্রথমবার তুষারপাত দেখল নাগাল্যান্ড

এমন বিরল ঘটনাকে মুহুর্তে লেন্সবন্দি করে ইতিমধ্যেই তা সোশাল মিডিয়ায় ভাইরাল করেছে নেটিজেনেরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এ যেন অপ্রত্যাশিত চমক! হিম শীতল হাওয়ায় কাঁপছে উত্তর ভারত, সেই সময় ভারতের উত্তর পূর্বের রাজ্য নাগাল্যান্ডের জন্য যেন অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত চমক! প্রায় চার দশক পর তুষারপাতে জেগে উঠল নাগাল্যান্ড। এমন বিরল ঘটনাকে মুহুর্তে লেন্সবন্দি করে ইতিমধ্যেই তা সোশাল মিডিয়ায় ভাইরাল করেছে নেটিজেনেরা।

Advertisment

নাগাল্যান্ডের সুরুহোতো নির্বাচনী কেন্দ্রের বিধায়ক এইচ খেহোভি টুইটারে লেখেন, "৩৭ বছর পর এমন তুষারপাত দেখল নাগাল্যান্ডের লুভিসে গ্রামটি। এ যেন এক অত্যাশ্চার্য ঘটনা। প্রকৃতি মা নাগাল্যান্ডবাসীর জন্য বড়দিনে এমন উপহার পাঠিয়েছেন।"

এমন ঘটনা দেখেন চমকে উঠেছেন সকলেই। সকলের মনে যেন একটাইও প্রশ্ন এমনটাও হয়?

Read the story in English

viral
Advertisment