New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/cats_6d64fb.jpg)
নেইল আর্টে তৈরি 'চা ছাঁকনি' অবাক কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেললেন এক তরুণী।
খবর লেখা পর্যন্ত হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন এবং মন্তব্য করে তাদের মতামত জানাচ্ছেন।
নেইল আর্টে তৈরি 'চা ছাঁকনি' অবাক কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেললেন এক তরুণী।
নেইল আর্টে তৈরি 'চা ছাঁকনি' অবাক কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেললেন এক তরুণী।
আমরা সবাই জানি নেইল আর্ট নারীর সৌন্দর্য বাড়ায়! এ কারণেই এ বিষয়ে বিভিন্ন ধরনের নখের নকশায় মন মজে মহিলাদের। কিন্তু বলা হয়ে থাকে ফ্যাশন একটি জটিল রহস্য যা সবাই সহজে বুঝতে পারেন না। এমনই একটি নেইল আর্ট আজকাল মানুষের মধ্যে আলোচনায় রয়েছে।
আপনি যদি ইন্টারনেটে সক্রিয় থাকেন, তবে আপনি অবশ্যই সৃজনশীল মানুষের শিল্পকর্মের আশ্চর্যজনক উদাহরণ দেখেছেন। যেখানে মানুষ তাদের শৈল্পিকতা দিয়ে হাজার হাজার মানুষের মন জয় করেন। এমনই একটি ভিডিও আজকাল ভাইরাল হচ্ছে। এটা দেখার পরই আপনি ভাবতে শুরু করবেন কীভাবে এই আজব কীর্তি ঘটালেন ওই তরুণী? নখকে চা ছাঁকনিতে পরিণত করে সকলকে চমকে দিয়েছেন তিনি।
এই ভিডিওটি ইন্সটাতে শেয়ার করা হয়েছে love_nail_yogesh নামের একটি অ্যাকাউন্ট থেকে। এ খবর লেখা পর্যন্ত হাজার হাজার মানুষ দেখেছেন এবং মন্তব্য করে তাদের মতামত জানাচ্ছেন।