কথায় বলে, এখন সোশ্যাল মিডিয়ার চক্করে ভাইরাল হওয়া খুব সহজ। একটু নজর কাড়লেই ক্যামেরা স্ক্রিনের ভিড়ে হারিয়ে যায় বেশিরভাগ। শেষ কিছুমাসে এমনই একটু নাম নন্দিনী গঙ্গোপাধ্যায়। কয়লাঘাটা এলাকায়, তিনি বেশ পরিচিত নাম। রান্না দিয়ে তিনি যেমন মন জয় করেছেন তেমনই তাঁর কথা বলার ধরন হোক অথবা দাপুটে মেজাজ... বেশ চর্চায় রয়েছেন তিনি।
তাঁর সঙ্গী তাঁর বাবা মা। রীতিমতো, তাঁকে সাহায্য করে চলেছেন প্রতিনিয়ত। কিন্তু, মানুষের মেজাজ তো। মাঝেমধ্যেই তিনি এবং তাঁর চিৎকার চেঁচামেচি ধরা পড়ছে ক্যামেরায়। আর তাঁর সঙ্গেই তিনি ঝড়ের গতিতে ভাইরাল। কখনও রাগের চোটে তিনি বাবাকে গাধা বলছেন, আবার কখনও মেজাজের চোটে রাঁধতে গিয়ে হাত পুড়িয়ে ফেলছেন। আবার কথাও ফাটিয়ে ফেলছেন তিনি। এত বিতর্ক, বাবা মায়ের সঙ্গে মান অভিমান। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি, পরবর্তীতে মানুষের আক্রোশ এবং রোষে পড়ছেন তিনি। কিভাবে দেখেন এই বিষয়টা..?
কাজ করছেন দীর্ঘদিন, কিন্তু পরিচিতি শেষ কিছুমাস। রান্নার সময়, তাঁর চারপাশে এত পরিমাণ ক্যামেরা ঘোরে ঠিক যেন রেড কার্পেট। সারাদিনের পরিশ্রমের সঙ্গে সঙ্গে চাপ, সকলের কাছে ভাল সাজা হয় না নাকি নিজেকে ধরে রাখতে পারেন না? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে তিনি জানালেন...
"আমি জানি না আমি কি দিয়ে শুরু করব আর কী দিয়ে শেষ। এটুকু বলতে পারি, এই বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করল শেষ হবে না। চারপাশে প্রতিদিন যা কিছু হচ্ছে, আজকে আমি হাইলাইট হচ্ছি বলে। এরকম রোজ প্রায় হকার্স যারা রয়েছে তারা মুশকিলে পড়ছেন। অনেকেই ভাবছেন আমি হয়তো, কারওর সঙ্গে মারামারি করতে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছি কিন্তু সেটা না। আমি, উল্টে পড়ে গিয়ে মাথা ফাটিয়েছি"। মাঝেমাঝে একই মানুষরা আসেন, তাদের ক্যমেরার কারণেই জীবনে অসুবিধা সৃষ্টি হচ্ছে তাঁর? নন্দিনীর কথায়, "আমি ভালটাই নিতে ভালবাসি জানো তো। ওরা অনেকে মাঝেমধ্যে আসে। ক্যামেরা ঘুরছে, এবার ওদের তো বারণ করতে পারব না।"
বাবা মায়ের সঙ্গে তাঁর মনোমালিন্য, কেউ কেউ এমনও বলেন নন্দিনী জনপ্রিয়তার ধোঁয়াশায় নিজের অভিভাবকেও সম্মান করতে পারেন না। এপ্রসঙ্গে তাঁর মতামত, "আমার জীবনটা জানো তো রাজনীতির মত হয়ে গিয়েছে। সারাক্ষণ ক্যামেরা চললে অনেক কিছুই ধরা পড়ে আবার অনেককিছু না। বাবা মায়ের সঙ্গে আমাদের সম্পর্কটা একদম অন্যরকম। সকলেই, রাগারাগি করে। মায়ের সঙ্গে ঝগড়া না করে কেউ থাকতে পারে? বাকিদের রাগ হলে কি তাঁরা মায়ের সঙ্গে দুটো চিৎকার চেঁচামেচি করে না? মুখ দিয়ে খারাপ শব্দ দুটো বেরোয় না? যারা আমায় নিয়ে বলছেন, তারাও বাবা মায়ের সঙ্গে রেগে গেলে যা নয় তাই বলে.. কিন্তু ওই যে ক্যামেরা চলে না তাই ধরা পরে না।"
এতসবের মাঝেও, চারিদিকে দাবিদাওয়া একটাই। বাংলায় বিগ বসের নতুন সিজন আসছে। সেখানে কি নন্দিনী যেতে চায় কিংবা আমন্ত্রণ পেয়েছে? উত্তরে বললেন, "পেলেও যাব না। কারণ, নিজের সবকিছু বিসর্জন দেওয়া আমার পক্ষে সম্ভব না।"