শুক্রবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে মোদী মোট ২০টি বিভাগে জাতীয় সৃজনশীলতার পুরস্কার প্রদান করেছেন। প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করা হয় কেন্দ্রের তরফে।
দেড় লাখের বেশি মনোনয়নের মধ্যে থেকে ২৩ জন বিজয়ীকে নির্বাচন করা হয়েছে। ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন ক্ষেত্রের কনটেন্ট ক্রিয়েটরদের ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছেন। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত অনুষ্ঠানে এঁদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী মোদী। প্রকৃতপক্ষে এই পুরস্কারের জন্য প্রায় ১.৫ লক্ষ মনোনয়ন জমা পড়ে। ভোটের মাধ্যমে ২৩ টি নাম বেছে নেওয়া হয়। মোট ১০ লক্ষ ভোটের মধ্যে থেকে বেছে নেওয়া হয় ২৩ জন বিজয়ীকে।
প্রথম রাউন্ডে, ২০ বিভিন্ন 'ক্যাটাগরিতে' দেড় লাখেরও বেশি মনোনয়ন জমা পড়েছিল। তারপরে ভোটাভুটির মাধ্যমে তিনজন আন্তর্জাতিক নির্মাতা সহ ২৩ জন বিজয়ীর হাতে পুরষ্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী গত মাসে মন কি বাত অনুষ্ঠানে ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ডের কথা ঘোষণা করেছিলেন। মূলত গেমিং, টেকনোলজি, গল্প, শিক্ষা, সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার মত বিভিন্ন বিভাগে যেসব ক্রিয়েটাররা অত্যন্ত জনপ্রিয়, তাঁদের মধ্যে থেকে সেরা ২০ জনকে বেছেে এই পুরস্কার প্রদান করা হয়।
শুক্রবার দিল্লি ভারত মণ্ডপমে 'ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড' প্রদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হয় কেন্দ্রের তরফে। প্রবেশ পান্ডেকে 'গ্রিন চ্যাম্পিয়ন' বিভাগে সম্মানিত করা হয়েছে। পাশাপাশি কীর্তিকা গোবিন্দসামিকে সেরা গল্পকারের পুরস্কার দেওয়া হয়েছে। গায়িকা মৈথিলী ঠাকুর 'কালচারাল অ্যাম্বাসেডর অফ দ্য ইয়ার' পুরস্কার পেয়েছেন। টেক ক্যাটাগরিতে গৌরব চৌধুরী এবং ট্রাভেল সেক্টরে আইজাজ সরফরাজের সঙ্গে কামিয়া জানি পুরস্কৃত হয়েছেন।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ২০টি বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই উপলক্ষে, প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় 'বিয়ার বাইসেপ' নামে পরিচিত রণবীর এলাহাবাদিয়াকে সম্মানিত করেছেন। ইউটিউবে বেশ খ্যাতি পেয়েছেন তিনি। ইউটিউবে তার ৭.৩১ মিলিয়ন ফলোয়ার এবং ইন্সটাতে ৩.২ মিলিয়ন ফলোয়ার রয়েছে। সম্মানিত হওয়ার পর বিজয়ীরা মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।