প্রাচীন যুগের বিরল প্রজাতির কাঠবিড়ালির দেখা মিলল, উচ্ছ্বসিত নেট-নাগরিকরা

উড়ন্ত কাঠবিড়ালি! কাঠবিড়ালি তো আমাদের সকলের চেনা প্রাণী। কিন্তু এই কাঠবিড়ালিকে কিন্তু আমরা কেউই চিনি না।

উড়ন্ত কাঠবিড়ালি! কাঠবিড়ালি তো আমাদের সকলের চেনা প্রাণী। কিন্তু এই কাঠবিড়ালিকে কিন্তু আমরা কেউই চিনি না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সম্প্রতি একটি ভিডিও দারুণ জনপ্রিয় হয়েছে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে। উড়ন্ত কাঠবিড়ালি! কাঠবিড়ালি তো আমাদের সকলের চেনা প্রাণী। কিন্তু এই কাঠবিড়ালিকে কিন্তু আমরা কেউই চিনি না। উত্তরাখন্ডের গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে এমনই এক স্তন্যপায়ীর দেখা পাওয়া গেল।

Advertisment

Advertisment

জানা গিয়েছে এই প্রাণীটি একেবারেই বিরল প্রজাতির। বলা যায় প্রাচীন যুগের। ১৯২৪ সালে ভারতে একবারই দেখা গিয়েছিল। ১৯৯৪ সালে শেষবারের জন্য দেখা পাওয়া যায় প্রাণীটির।


এই উড়ন্ত কাঠবিড়ালিটিকে বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral