New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/monkey-getting-treatment-at-hospiatl.jpg)
প্রাণীটিকে সাহায্য করার জন্য চিকিত্সক এবং কর্মীদের প্রশংসা করেছে সোশাল মিডিয়া। কিন্তু এই প্রজাতিও যে বেশ বুদ্ধিমান তা ষ্পষ্ট।
আবেকঘন এক ঘটনা,কর্ণাটকের একটি হাসপাতালের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকার ভিডিও। আপাতদৃষ্টিতে দেখলেই মনে হবে চিকিৎসা চাইতে এসেছে সে। এই ভিডিও রীতিমত ভাইরাল নেটিজেনদের হাতে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ধৈর্য ধরে দন্ডেলি পাটেল হাসপাতালের বাইরে বসে রয়েছে সে। চোখ মুখের করুণ দশা। চিকিৎসা কেন্দ্রের কর্মীরা প্রাণীটিকে সাহায্য করতে এগিয়ে আসেন। ক্ষতস্থান পরিষ্কার করে এবং সেই জায়গায় ওষুধ লাগিয়ে দেয়।
ভিডিওটি ভারতীয় বনদফতর অফিসার সন্দীপ ত্রিপাঠিও টুইটারে পোস্ট করেছিলেন। ক্যাপশনে জানিয়েছেন, "আশ্চর্য ঘটনা ... একজন আহত হনুমান চিকিত্সার জন্য দন্ডেলি পাটেল হাসপাতালে এসেছেন!"
প্রাণীটিকে সাহায্য করার জন্য চিকিৎসক এবং কর্মীদের প্রশংসা করেছে সোশাল মিডিয়া। কিন্তু এই প্রজাতিও যে বেশ বুদ্ধিমান তা ষ্পষ্ট।
#CareForWildlife Amazing...an injured monkey turns up at Patil Hospital, Dandeli for medical care!!!
Praise worthy Compassion by staff???????? pic.twitter.com/kMI7e9U3cG— Sandeep Tripathi, IFS (@sandeepifs) June 9, 2020
Read the full story in English