আবেগঘন মুহূর্ত! হাসপাতালের দোরগোড়ায় চিকিৎসা চাইতে এসেছে আহত হনুমান

প্রাণীটিকে সাহায্য করার জন্য চিকিত্সক এবং কর্মীদের প্রশংসা করেছে সোশাল মিডিয়া। কিন্তু এই প্রজাতিও যে বেশ বুদ্ধিমান তা ষ্পষ্ট।

প্রাণীটিকে সাহায্য করার জন্য চিকিত্সক এবং কর্মীদের প্রশংসা করেছে সোশাল মিডিয়া। কিন্তু এই প্রজাতিও যে বেশ বুদ্ধিমান তা ষ্পষ্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আবেকঘন এক ঘটনা,কর্ণাটকের একটি হাসপাতালের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকার ভিডিও। আপাতদৃষ্টিতে দেখলেই মনে হবে চিকিৎসা চাইতে এসেছে সে। এই ভিডিও রীতিমত ভাইরাল নেটিজেনদের হাতে।

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে, ধৈর্য ধরে দন্ডেলি পাটেল হাসপাতালের বাইরে বসে রয়েছে সে। চোখ মুখের করুণ দশা। চিকিৎসা কেন্দ্রের কর্মীরা প্রাণীটিকে সাহায্য করতে এগিয়ে আসেন। ক্ষতস্থান পরিষ্কার করে এবং সেই জায়গায় ওষুধ লাগিয়ে দেয়।

ভিডিওটি ভারতীয় বনদফতর অফিসার সন্দীপ ত্রিপাঠিও টুইটারে পোস্ট করেছিলেন। ক্যাপশনে জানিয়েছেন, "আশ্চর্য ঘটনা ... একজন আহত হনুমান চিকিত্সার জন্য দন্ডেলি পাটেল হাসপাতালে এসেছেন!"

প্রাণীটিকে সাহায্য করার জন্য চিকিৎসক এবং কর্মীদের প্রশংসা করেছে সোশাল মিডিয়া। কিন্তু এই প্রজাতিও যে বেশ বুদ্ধিমান তা ষ্পষ্ট।

Advertisment

Read the full story in English

kolkata viral