Advertisment

জঙ্গলে হাতি ভাল্লুক তাঁর পথে বাধা হয়ে দাঁড়াত, তবু কাজে বিচ্যুতি ঘটেনি পিয়নের

ঝরণা, পিচ্ছিল জায়গা দিয়ে নিত্যদিন হেঁটে গিয়েছেন তিনি। এভাবেই কেটেছে তাঁর ৩০ বছরের চাকরি জীবন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রানার চলেছে খবরের বোঝা হাতে/ রানার চলেছে রানার/রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। ডিজিটাল যুগে দরকারি চিঠি পৌঁছে দেওয়া মানুষগলোর কথা আমরা প্রায় ভুলতে বসেছি। কারণ তাদের এখন মৃয়মাণ পরিস্থিতি। বর্তমানে সোশাল মিডিয়া মারফত উঠে এসেছে পোস্টম্যানের অস্থিত্ব। তামিল নাড়ুর বৃদ্ধ পিয়ন। তাঁর কাজের একনিষ্ঠতা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। ইনি ডি সিভান। চলতি মাসের শুরুতেই অবসর নিয়েছেন। তাঁর জীবনকাহিনি সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন এক আইএএস অফিসার। এরপরই অজস্র নেট নাগরিকদের হাতে ভাইরাল সেই গল্প।

Advertisment

সিভান নিলগিরি পাহাড়ের রেলপথ দিয়ে হেঁটে যেতেন কন্নড়ের কাছে হিলগ্রোভ পোস্টঅফিস। এরপর সেখান থেকে পেনশনের কাগজ সহ দরকারি চিঠি দায়িত্ব নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিতেন তিনি। পুরো কাজটাই করতেন পায়ে হেঁটে।

ঘন জঙ্গলের অন্ধকার রাস্তা দিয়ে মাইলের পর মাইল হেঁটে যেতেন তিনি। চাকরি জীবনে স্যাঁতস্যাতে লম্বা রেল পথের টানেল দিয়ে একা হেঁটে গিয়েছেন সিভান। বহুবার বিশাক্ত সাপ বন্য পশুর মুখোমুখি হয়েছেন তিনি। কিন্তু কাজ থেকে তাঁর ঘটেনি বিচ্যুতি।

আইএএস অফিসার সুপ্রিয়া বাসু বলেন, বন্য হাতি, ভল্লুক, সামনে এসে দাঁড়িয়েছে তাঁর চলার পথে। ঝরণা, পিচ্ছিল জায়গা দিয়ে নিত্যদিন হেঁটে গিয়েছেন তিনি। এভাবেই কেটেছে তাঁর ৩০ বছরের চাকরি জীবন।

Read the full story in English

viral news viral
Advertisment