Advertisment

অমলেটে মরা আরশোলা, মুখ পুড়ল রাজধানী এক্সপ্রেসের

আড়াই বছরের মেয়ের জন্য একটি অমলেটে মিলল মরা আরশোলা

author-image
IE Bangla Web Desk
New Update
Indian Railways,Cockroach Found In Rajdhani Food,Toddler served food laden with cockroach

রাজধানী এক্সপ্রেসকে সবচেয়ে নির্ভরযোগ্য ট্রেন বলেই বিবেচনা করেন যাত্রীরা। তবে সম্প্রতি যে ঘটনা সামনে এসেছে তাতে মুখ পুড়েছে রাজধানী এক্সপ্রেসের। ক্যাটারিং সার্ভিসের ভুলে প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। রাজধানী এক্সপ্রেসের খাবারে মিলল মরা আরশোলা। এই ঘটনা সামনে আসতেই হুলস্থূল পড়ে গিয়েছে। ট্রেনে খাবার অর্ডার করার আগে সবাই অবশ্যই এখন ১০ বার ভাবনা-চিন্তা করবেন।

Advertisment

দিল্লি থেকে মুম্বাইগামী রাজধানী এক্সপ্রেসে আড়াই বছরের এক কিশোরীর জন্য অর্ডার করা অমলেটে মিলল মরা আরশোলা। যার ছবি রেল মন্ত্রকের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়কে ট্যাগ করে টুইট করেছেন কিশোরীর আত্মীয়-স্বজনরা। যোগেশ মোরে নামে একজন ব্যক্তি তার টুইটার হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রেলওয়ের কাছে একটি টুইট করে কিছু ছবি শেয়ার করেছেন, যাতে তিনি লিখেছেন যে ১৬ ডিসেম্বর রাজধানী এক্সপ্রেসে ভ্রমণের সময় আড়াই বছরের মেয়ের জন্য অর্ডার করা অমলেটে মিলল মরা আরশোলা।

তিনি ট্যুইটে লিখেছেন, আমি দিল্লি থেকে মুম্বাইগামী রাজধানী এক্সপ্রেসে ভ্রমণ করছিলাম। সকালে আমরা আমাদের আড়াই বছরের মেয়ের জন্য একটি অমলেটের অর্ডার করি এবং যখন অমলেটটি আসে, তখন তার মধ্যে ছিল একটি মরা আরশোলা। আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে রেলে অভিযোগ করেছি। তিনি আরও লিখেছেন, তার আড়াই বছরের মেয়ের কিছু হলে তার দায় কে নেবে।

তাঁর টুইটের জবাবে রেলের তরফে অসুবিধার জন্য ‘দুঃখিত’ বলে একটি ট্যুইট করা হয়েছে এবং আরও বলা হয়েছে স্যার, আপনার পিএনআর নম্বর এবং মোবাইল নম্বর সরাসরি মেসেজ করুন। বর্তমানে এই টুইট ভাইরাল হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে নানান রকম মন্তব্য করা হচ্ছে।

Viral Video indian railway
Advertisment