New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-274.jpg)
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্র তা ভাইরাল হয়ে গিয়েছে।
সন্তান সুখের থেকে বড় খুশি আর কোন কিছুতেই নেই। নবজাতকের আনন্দে লাফিয়ে ওঠে মন। সন্তান সুখ সকলের সঙ্গে ভাগ করে নিতে মানুষজন নানান উপায় অবলম্বন করেন। অনেকেই আছেন নবজাতককে স্বাগত জানান খুব অনন্য উপায়ে, যা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে আসে। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি শিশু জন্মের সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে স্বাগত জানাতে এক অবাক করা কাণ্ড ঘটান এক ব্যক্তি।
ভাইরাল হওয়া এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করছে। কারণ, নবজাতককে স্বাগত জানাতে 'টাকার বৃষ্টি'। আসলে, ট্রেন্ডিং ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে শিশুটি তখনও হাসপাতালেই রয়েছে। শিশুটিকে ভাল করে দেখলে বোঝা যাবে মাত্র কয়েকদিন আগেই শিশুটি ভূমিষ্ট হয়েছে। দোলনায় আরামে ঘুমাচ্ছে সে এবং এক ব্যক্তিকে আনন্দে শিশুটিকে টাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হচ্ছে । পুরো দৃশ্য ক্যামেরায় ফ্রেমবন্দী করা হয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্র তা ভাইরাল হয়ে গিয়েছে।
He just put every germ known to man on is new born 😳 pic.twitter.com/8ESz6s6TE7
— Viral Uncensored Tv (@uncensoredpromo) April 24, 2023
ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ায় সকলেই অবাক । এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করছে। ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে '@uncensoredpromo' নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে। ভিডিওটি এখন পর্যন্ত ৯৭ লক্ষ মানুষ দেখেছেন। যেখানে লাইক করেছেন ২৬ হাজারেরও বেশি মানুষ। অজস্র মন্তব্যে ভরে উঠেছে এই ভিডিও।