New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/cats_1b7cb3.jpg)
মেয়েটির হেয়ারস্টাইল দেখে মনে হবে মাথায় মুরগি বসে রয়েছে।
মেয়েটির হেয়ারস্টাইল দেখে মনে হবে মাথায় মুরগি বসে রয়েছে।
মেয়েটির হেয়ারস্টাইল দেখে মনে হবে মাথায় মুরগি বসে রয়েছে।
Trending Video: ইউনিক হেয়ারস্টাইলে সকলের থেকে নিজেকে আলাদা ভাবে মেলে ধরার ইচ্ছা অনেকেরই থাকে। তার জন্য স্যালুনে ভিড় করেন মানুষজন। হেয়ার স্টাইলিশদের চাহিদাও আকাশছোঁয়া। তবে সম্প্রতি এক অদ্ভুদ হেয়ার স্টাইলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখার পর আপনিও অবাক হতে বাধ্য হবেন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি মেয়ে মাঠে দাঁড়িয়ে লিপ-সিঙ্ক করছেন। এসময় তার অদ্ভুত চুলের স্টাইল সকলের হুঁশ উড়িয়ে দিয়েছে। আসলে মেয়েটির হেয়ারস্টাইল দেখে মনে হবে মাথায় মুরগি বসে রয়েছে। এই ধরনের হেয়ারস্টাইল বাজারে এর আগে কেউ কখনও দেখেছেন বলে মনে করতে পারছেন না। যে কারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভিডিওটি।
আরও পড়ুন : < Smart Riding Suitcase: মুহূর্তে স্কুটারে পরিণত হবে আপনার এই স্যুটকেস, এখন ঘুরতে যাওয়ার আনন্দ হবে দ্বিগুণ >
Latest hair style in market. Kya naam doge? pic.twitter.com/hJZjIQRBfa
— Few Seconds Later (@fewsecl8r) June 27, 2024
এই ভিডিওটি @fewsecl8r নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করতে গিয়ে ক্যাপশনে লেখা, 'বাজারে একটি নতুন হেয়ারস্টাইল এসেছে, এর নাম কী দেবেন?' খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ৬ হাজার ২০০ এর বেশি মানুষ। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন- মোরগ প্রিন্ট হেয়ার স্টাইল!