জন্মেই হাঁটার চেষ্টা, তিন দিনের শিশুকন্যার বিরল ভিডিও তাক লাগাতে বাধ্য

ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
baby crawling just 3 days, 3 din me chalne lagi bacchi, newborn baby Shocking video,Newborn baby starts crawling,Newborn baby viral video,kid crawling just after birth, Samantha Mitchell, Ajab Gajab news, Shocking news, Weird news, OMG News, bizarre news, amazing news, good news, interesting news, viral news, trending news, hatke news

হামাগুড়ি দিচ্ছে তিন দিনের শিশু, এমন খবর শুনলে যে কেউই চমকে যেতে বাধ্য। তবে যে ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা দেখে নিজের চোখকেও বিশ্বাস করা কঠিন হয়ে পড়বে। ভাইরাল ভিডিওটি ইন্সটাগ্রামে পোস্ট করা হয়েচে যাতে তিন দিনের শিশুকে হামা দিতে এবং বিছানায় হাঁটতে দেখা যাচ্ছে। আপনি কি তিন দিনের বাচ্চা মেয়েকে হাঁটু গেড়ে হাঁটতে দেখেছেন? সম্ভবত না। কিন্তু ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে একটি ৩ দিনের শিশুকন্যাকে বিছানায় হাঁটতে দেখা যাচ্ছে। যা দেখে অবাক সকলেই।

Advertisment

শিশুটির মা সঙ্গে সঙ্গেই সেই মুহূর্তটি ফ্রেমবন্দী করেন। এরপর তিনি তা নিজের ইন্সটা অ্যাকাউন্টে পোস্ট করেন। ব্যাস, মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ শিশুর এমন কাণ্ডে চমকে উঠেছেন। ডেইলি মেইল কে দেওয়া এক সাক্ষাৎকারে মা সামান্থা বলেন, ‘এমনটা আগে দেখিনি। দেখে অবাক হয়ে গেলাম। যে তিন দিনের শিশু হাঁটার চেষ্টা করছে। হামা দিচ্ছে। আমি তার মাথা ধরার চেষ্টা করার সঙ্গে সঙ্গে সে দাঁড়াতে শুরু করল। আমার মাও সঙ্গে ছিলেন। তিনিও এই ঘটনায় অবাক। মার পরামর্শেই বিরল এই মুহূর্ত রেকর্ড করি’।

সামান্থা বলেন, ‘ওই সময় আমরা হাসপাতালে ছিলাম এবং দেখলাম সে তার বিছানায় মাথা তুলে হাঁটার এবং হামা দেওয়ার চেষ্টা করছে। মেয়ে খুব ধীরে ধীরে হাঁটতে শুরু করল। আমি আমার জীবনের বেশিরভাগ সময় বেবিসিটার হিসাবে কাজ করেছি এবং ২০ বছরেরও বেশি সময় বাচ্চাদের সঙ্গে কাটিয়েছি। আমি আগে এমন কিছু দেখিনি। এটা সত্যিই আমার কাছে অলৌকিক এক ঘটনা। আমি যদি ক্যামেরায় রেকর্ড না করতাম, তাহলে কেউ সত্যিই আমাকে বিশ্বাস করত না’।

Advertisment

মহিলা নিজেই এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। শিশুকন্যার জন্ম হয়েছে ৪৭ তম সপ্তাহে। চিকিৎসকদের মতে, শিশুটি বেশ পরিণত। অন্যদিকে, ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। শিশুটির এমন কর্মকাণ্ড দেখে সকলেরই চোখ ছানাবড়া।

Viral Video