New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/night-mask-759.jpg)
তবে এই ঘটনা নিয়ে মশকরা করেছে নেটপাড়া
করোনা লকডাউনের ভয়াবহ পরিস্থিতিতে মাস্ক পরা জরুরি। সেই সতর্কবার্তা দিতেই অভিনব উদ্যো গ নিয়েছেন কাঁচরাপাড়ার এক ব্যক্তি। তিনি নিজেই মাস্কের মধ্যে লাগিয়েছেন টুনি লাইট। মাস্ক পরার পর সেই লাইট জ্বালিয়ে রাখছেন তিনি।
ব্যক্তির নাম গৌর নাগ। পেশায় ঠিকে মজুর। যে ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, সেখানে গৌরকে বলতে দেখা গিয়েছে, তিনি রাতের মাস্ক তৈরি করেছেন। এখনও অনেকে মাস্ক পরছেন না। তাদের মধ্যে সতর্কবার্তা ছড়াতেই এই অভিনব মাস্ক বানিয়েছেন তিনি। তবে দিনের বেলা এই মাস্ক কাজ দেবে না খুব একটা। মূলত রাতেই দৃষ্টি আকর্ষণ করবে এই মাস্ক।
দেখুন ভিডিওতে...
তবে এই ঘটনা নিয়ে মশকরা করেছে নেটপাড়া