সতর্কবার্তা দিতে মাস্কে টুনি লাইট, অভিনব উদ্যোগে কাঁচরাপাড়ার ব্যক্তি

তবে এই ঘটনা নিয়ে মশকরা করেছে নেটপাড়া

তবে এই ঘটনা নিয়ে মশকরা করেছে নেটপাড়া

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা লকডাউনের ভয়াবহ পরিস্থিতিতে মাস্ক পরা জরুরি। সেই সতর্কবার্তা দিতেই অভিনব উদ্যো গ নিয়েছেন কাঁচরাপাড়ার এক ব্যক্তি। তিনি নিজেই মাস্কের মধ্যে লাগিয়েছেন টুনি লাইট। মাস্ক পরার পর সেই লাইট জ্বালিয়ে রাখছেন তিনি।

Advertisment

ব্যক্তির নাম গৌর নাগ। পেশায় ঠিকে মজুর। যে ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, সেখানে গৌরকে বলতে দেখা গিয়েছে, তিনি রাতের মাস্ক তৈরি করেছেন। এখনও অনেকে মাস্ক পরছেন না। তাদের মধ্যে সতর্কবার্তা ছড়াতেই এই অভিনব মাস্ক বানিয়েছেন তিনি। তবে দিনের বেলা এই মাস্ক কাজ দেবে না খুব একটা। মূলত রাতেই দৃষ্টি আকর্ষণ করবে এই মাস্ক।

দেখুন ভিডিওতে...

Advertisment

তবে এই ঘটনা নিয়ে মশকরা করেছে নেটপাড়া

publive-image নেট নাগরিকদের প্রতিক্রিয়া

viral viral news