New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/viral-2.jpg)
সন্ধে থেকেই চোখে সমস্যা হচ্ছিল ছয় বছরের খুদের। বহুবার মায়ে দেখালেও, মা কিছু খুজে পায় না। চোখে জল দেয় তাতেও সমস্যা দূর হয়না। রাতে শুতে যাওয়ার আগে আবার তার চোখটি দেখে। কিন্তু তাও কিছপ দেখতে পানা না। এরপর ঘুমিয়ে পরে সে।
Advertisment
রাত ১.৩০ টার সময় চোখ অস্বস্তি দ্বিগুণ হয়ে যায়। তখন মা দেখেন মেয়ের চোখের কোনে কালো মতন একটি কী রয়েছে। এবং চোখ ক্রমশ লাল হয়ে উঠছে। রাতারাতি তাঁকে নিয়ে যায় নিকটবর্তী হাসপাতালে। সেখানে গিয়ে জানতে পারে তার মেয়ের চোখে ঢুকে বসে রয়েছে গোবরে পোকা(বিটল)।
ডাক্তার জানিয়েছে, এই পোকা দীর্ঘ নয় ঘণ্টা ধরে রয়েছ তার চোখে। প্রথমে চোখের পাতায় থাকায় মায়ের চোখে পরে না। ঘুমিয়ে পড়ার পর পোকা চলে আসে চোখের সাদা অংশে। সেখানেই ঘুরে বেড়াতে থাকে। তখনই অস্বস্তি আরও বাড়তে থাকে।
Advertisment
এই ঘটনা শেয়ার করা মাত্রই ভাইরাল সোশাল মিডিয়ায়।