Advertisment

৯ ফুট সুবিশাল র‍্যাট স্নেকের মরিয়া আক্রমণ, প্রাণ বাঁচাতে হিমশিম…দেখুন শিউরে ওঠার মত ভিডিও

গাছ এবং জলের মধ্যও চলাফেরা করতে পারে এই র‍্যাট স্নেক

author-image
IE Bangla Web Desk
New Update
longest snake, rat snake video, nine feet long rat snake, American youtube

ভাইরাল হওয়া এই ভিডিওতে, দেখা যাচ্ছে একটি ৯ ফুট লম্বা র‍্যাট স্নেক এক ব্যক্তিকে কামড়ানোর চেষ্টা করছে, যে কেউ এই ভিডিও দেখে আঁতকে উঠতে বাধ্য।আমেরিকার বিখ্যাত ইউটিউবার এবং সরীসৃপ চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা, জে ব্রুয়ার সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়।

Advertisment

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি অ্যাডভেঞ্চারে ভরা একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে তাকে ৯ ফুট লম্বা স্নেককে বিশেষ কায়দায় আয়ত্তে আনতে দেখা যায়। এই র‍্যাট স্নেককে বিশ্বের বৃহত্তম সাপগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। ভিডিওতে, ব্রুয়ার অত্যন্ত বিপজ্জনক ভাবে সাপটিকে ধরে রেখেছেন এবং ব্যাখ্যা করেছেন যে এটি একটি কিলড র‍্যাট স্নেক, যা বিশ্বের বৃহত্তসাপগুলির মধ্যে একটি।

ব্রুয়ার ভিডিওটির ক্যাপশনে ব্যাখ্যা করেছেন যে, "পৃথিবীর বৃহত্তম সাপগুলির মধ্যে র‍্যাট স্নেক অন্যতম। নয় ফুটের সেই বিশাল র‍্যাট স্নেক নিয়ে নাজেহাল দশা জ়ুকিপারের। হাড়হিম করা ভিডিওতে দেখা গেল, সাপটি জে-কে কামড়ানোর চেষ্টা করছে। এদের মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা যায়। গাছ এবং জলের মধ্যও চলাফেরা করতে পারে এরা।”

Trending Viral Video
Advertisment