/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/viral-feature-2.jpg)
ব্যাকফ্লিপ দিচ্ছে একজন মহিলা। নিশ্চই ভাবছেন, এ আর নতুন কী। অনেকেই পারে। প্রশিক্ষণ থাকলে সবাই প্রায় পারদর্শী। একদমই সঠিক। কিন্তু যদি শাড়ি পরে কোনো মহিলাকে ব্যাকফ্লিপ দিতে দেখেন? ভাবছেন এটা কী করে সম্ভব। কারণ সাধারনত আমরা ফিটিংস পোশাকেই এই স্টান্ট দেখে থাকি। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে। এক যুবতী ব্যাকফ্লিপ করছে শাড়ি পরে।
শনিবার সঙ্গীতা ভারিয়র নামে এক টুইটার ইউজার ভিডিয়োটি পোস্ট করেন। অগত্যা ভাইরাল। পিচের রাস্তার উপর, জুতো ছাড়া হলুদ শাড়ি পরে নিমেষের মধ্যে ব্যাকফ্লিপ দিতে দেখা গেল তাকে। স্লো মোশনের ওই ভিডিও সঙ্গে হিন্দি গানে অবাক নেটপাড়া।
ব্যাকফ্লিপের পর তাঁর নিখুঁত ল্যান্ড করা দেখে প্রশংসা করছে সোশাল মিডিয়া। তবে কোথা থেকে ভিডিওটি নেওয়া হয়েছে, কতদিন আগের ভিডিও সে সম্পর্কে উল্লেখ নেই।
What Talent ????No Shoes,No proper floor.
& in a #saree ????Watch her land Perfectly on her hands????#Indian Women are Real #SuperWomen ❤️ #IncredibleIndia@KirenRijiju@BJP4India@smritiirani@chitranayal09@Alphha9@DetheEsha@_ankahi@DrAlkaRay2@thakre_mohinipic.twitter.com/u6vXsurfIA— Sangitha Varier (@VarierSangitha) June 12, 2020