‘আরসিবি না জেতা অবধি স্কুল যাব না” খুদে ফ্যানের ছবি চূড়ান্ত ভাইরাল নেটদুনিয়ায়। চলছে আইপিএল সিজন। তার মাঝেই হাতে প্ল্যাকার্ড নিয়ে ভাইরাল আরসিবি’র এক খুদে ভক্ত। যার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জয়েছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ চলাকালীন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। যাতে প্ল্যাকার্ড হাতে একটি ছোট মেয়ে স্টেডিয়ামে দাঁড়িয়ে রয়েছে। গায়ে তার রয়েছে ছোট্ট একটি RCB-এর জার্সি। প্ল্যাকার্ডে লেখা “আরসিবি আইপিএল না জিতলে স্কুলে যাব না”। এখন, ছবিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হল ২০০৭-এ শুরু হওয়ার পর থেকে একবারের জন্যও আরসিবি এখনও চ্যাম্পিয়ান হয়নি।
আপনি যদি এই ছোট মেয়েটির হাতে প্ল্যাকার্ড-এর দিকে দেখেন, তবে আপনি দেখতে পাবেন, মেয়েটি প্রতিজ্ঞাবদ্ধ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএল না জিতলে সে স্কুলেই যাবে না। টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্বে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। এখন পর্যন্ত, RCB আইপিএল ২০২৩-এ৮টি ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে।