তপ্ত দুপুর, আগুন পথে, খালি পায়ে চেয়ারে ভর, বৃদ্ধা চললেন পেনশন আনতে। এমন এক ছবি দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দাবানলের মত সেই ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
জানা গিয়েছে বৃদ্ধার নাম সূর্য হরিজন, বয়স ৭০ পেরিয়েছে। ওডিশার ঝারিগাঁওয়ের বাসিন্দা। ভাইরাল হওয়া ভিডিওতে ওই বৃদ্ধাকে দেখা যাচ্ছে পায়ে চপ্পল ছাড়াই ভাঙা এক চেয়ারে ভর দিয়ে দীর্ঘ পথ পেরিয়ে তিনি চলেছেন পেনশন আনতে। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রখর রোদে ভাঙা চেয়ারের সাহায্যে খালি পায়ে ব্যাঙ্কে যাচ্ছেন এক বয়স্ক মহিলা। এই সময়, তিনি প্রথমে ভাঙা চেয়ারটিকে তার দুই হাত দিয়ে সামনের দিকে নিয়ে যান এবং তারপরে এক ধাপ এগিয়ে যান। তিনি তার বাড়ি থেকে ব্যাংক দীর্ঘ পথ এভাবেই পাড়ি দিলেন।
এদিকে বৃদ্ধার এই করুণ ভিডিও ভাইরাল হতেই এসবিআই ঝারিগাঁও শাখার ম্যানেজার বলেছেন বৃদ্ধার পেনশন নিয়ে কিছু সমস্যা থাকার কারণে তার টাকা পেতে কিছু দেরি হচ্ছে তবে আমরা শিগগিরই তার এই বিষয়টির সমস্যার সমাধান করব। জানা গিয়েছে বৃদ্ধ মহিলার পায়ে গুরুতর চোট রয়েছে, যার কারণে তার হাঁটতে অসুবিধা হয়।