New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/vikram-photo.jpg)
অরবিটারের থার্মালের মাধ্যমে পাওয়া গেছে ল্যান্ডারের ছবি। কিন্তু সেই ছবি প্রকাশ্যে নিয়ে আসেনি ইসরো।
এটা ল্যান্ডার বিক্রমের ছবি? রবিবার থেকে একটি ছবি ঘুরপাক খাচ্ছে সোশাল মিডিয়ায়। যখন থেকে কে শিভান জানিয়েছেন, খোঁজ পাওয়া গিয়েছে বিক্রমের। অরবিটারের পাঠানো ছবি দিয়ে সন্ধান করা সম্ভব হয়েছে বিক্রমের অবস্থানের। অরবিটারের থার্মালের মাধ্যমে পাওয়া গেছে ল্যান্ডারের ছবি। কিন্তু সেই ছবি প্রকাশ্যে নিয়ে আসেনি ইসরো।
এরইমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে একটি ছবি। যাকে বিক্রমের ছবি বলে মনে করছেন নেটিজেনরা। কিন্তু সে ছবি একেবারেই ভুল। ভিন্ন গ্রহের ছবি। ইউকে এর এক সাংবাদিক ছবিটি শেয়ার করে জানিয়েছেন, এটি নাসার কিউরিওসিটির ছবি। এটি ল্যান্ডারের ছবি নয়। তিনি বলেছেন,অনেকেই বিক্রমের ছবি বলে মনে করছেন। আদতে তা নয়।
Also just quickly, I'm seeing this image shared a lot too claiming it is the #VikramLander on the Moon. It is not, it is NASA's Curiosity rover on Mars. pic.twitter.com/QhFd1vHZQM
— Jonathan O’Callaghan (@Astro_Jonny) September 8, 2019
যে ছবিটি শেয়ার হচ্ছে তা মূলত ৩১ মে ২০১৯ সালে তোলা হয়। কিউরিওসিটির যে অরবিটার ছিল তার তোলা ছবি এটি।