শিশুদের ঈশ্বরের রূপ বলেই মানা হয়। শিশুরা মনের দিক থেকে যেমন নিষ্পাপ, তেমনই সহজ সরল । তাদের সরলতার কারণে অনেক সময় শিশুরা না ভেবে চিন্তেই অনেক কিছু বলে ফেলে। সম্প্রতি এক শিশুর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা নজর কেড়েছে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার। শিশুটির নিষ্পাপ মুখ দেখেই আপনার মন গলে যাবে।ভাইরাল হওয়া ভিডিওতে শিশুটি সাতশ টাকায় একটি মাহিন্দ্রা থার কেনার কথা বলেছে। যার উত্তরে মাহিন্দ্রা মজা করে লিখেছেন 'আমরা শীঘ্রই দেউলিয়া হয়ে যাব'! ভিডিওটি ভাইরাল হতেই তা ঝড়ের বেগে শেয়ার হতে শুরু করেছে নেটদুনিয়ায়।
Advertisment
ভাইরাল হওয়া ভিডিওটি দেখে শিশুটির নাম চিকু। শিশুটি নয়ডার বাসিন্দা, ভিডিওতে শিশুটিকে তার বাবার সঙ্গে কথা বলতে দেখা যায়। শিশুটি বলে যে তারও থার পছন্দ এবং সে থার কিনতে গাড়িটি মাত্র ৭০০ টাকার বিনিময়ে কিনতে চায় সে। শিশুটি তার বাবাকে বলে যে তার ব্যাগে ৭০০ থাকলে সে কোম্পানির শোরুমে যাবে এবং সেখানে গিয়ে ৭০০ টাকায় একটি থার কিনবে।
ভিডিওটি মাইক্রোব্লগিং সাইট এক্স-এ পোস্ট করেছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। ক্যাপশনে লেখা ছিল - আমার একজন বন্ধু আমাকে এই ভিডিওটি পাঠিয়েছে এবং বলেছে - সে চিকুর প্রেমে পড়েছে… তাই আমি তার কিছু ভিডিও Instagram @cheekuthenoidakid-এ দেখেছি এবং এখন আমিও তার প্রেমে পড়েছি! কিন্তু আমার একমাত্র সমস্যা হল যদি আমরা যদি শিশুর দাবি মত মাহিন্দ্রা থার ৭০০ টাকায় বিক্রি শুরু করি, আমরা খুব শীঘ্রই দেউলিয়া হয়ে যাব। খবর লেখা পর্যন্ত এটি ৩ লাখ ৪৬ হাজার ভিউ এবং সাত হাজারের বেশি লাইক পেয়েছে।