ফ্ল্যাট হোক অথবা দোকান ঘর সবকিছুরই আজকাল আকাশছোঁয়া দাম। কেনা ও দূরের কথা, ভাড়া নিতে গেলেও মাসিক ভাড়ার পরিমাণ চমকে ওঠার মতই। অনেকেরই সেই সব দোকান বা বাড়ি অথবা ফ্যাট ভাড়া নেওয়ার ইচ্ছা থাকলেও তা অনেকক্ষেত্রে সম্ভব হয় না।উত্তরপ্রদেশের নয়ডা শহরের একটি পানের স্টলের ভাড়া শুনে ভিরমি খাচ্ছেন নেটপাড়ার মানুষজন।
রিপোর্ট অনুসারে জানা গিয়েছে স্টলের মাসিক ভাড়া ৩ লাখ ২৫ হাজার টাকা। রীতিমত দরপত্র হাঁকিয়ে ৩ লক্ষ ২৫ হাজার টাকায় ভাড়া নিতে আগ্রহী হয়েছেন এক দোকানি। সবাই বিস্মিত যে, এক মাসে কত টাকা রোজগার হবে যে দোকানদার এই স্টলের জন্য তিন লাখেরও বেশি ভাড়া দিতে রাজি।
নয়ডা সেক্টর ১৮ মেট্রো স্টেশনের কাছে এই স্টলের আয়তন সাতফুট বাই সাতফুট। পান, বিড়ি, গুটখা ও সিগারেটই মূলত বিক্রি হয় এখানে। সোনু নামের জনৈক এক ব্যবসায়ী এই স্টল ভাড়া নিয়েছেন। বাবা দিগম্বর ঝাও গত ২৫ বছর ধরে নয়ডায় একটি পানের দোকান চালান। এখন তিনি সেখানেই চা বিক্রিও শুরু করেছেন। সোনু বলেন, ‘নিলামের সময় একজন ব্যক্তি ৩ লাখ ১০ হাজার টাকা দর দিয়েছিলেন। নিলাম জেতার জন্য তিনি দর দেন ৩ লাখ ২৫ হাজার টাকা।
দিগম্বর ঝা নিশ্চিত যে তাঁর ছেলেও গত ২৫ বছর ধরে যে কাজ করে চলেছেন তাতে সে সফল হবেই। যত তাড়াতাড়ি সম্ভব দোকানটিকে সাজিয়ে গুছিয়ে ব্যবসা শুরু করার অপেক্ষায় রয়েছেন সোনু। দোকান শুরু করার আগে ১৪ মাসের অগ্রিম ভাড়াও দিয়েছেন সোনু। দিগম্বর ঝা জানালেন, আয় বাড়াতে পানের সঙ্গে কিছু খাবার-দাবারও তিনি তার স্টলে রাখবেন। তিনি বলেন, এখন আমাদের শুধু আয় বাড়াতে হবে যে, যাতে মাসে ৩.২৫ লক্ষ টাকা ভাড়া দেওয়ার পরেও আমরা লাভ করতে পারি।