Advertisment

দূরপাল্লার ট্রেনে এবার থেকে যুক্ত হল 'বেবি বার্থ', ভারতীয় রেলের নয়া ভাবনায় খুশি যাত্রীরা

ভারতীর রেলের তরফে বিশেষ এই বেবি বার্থ চালু করায় খুশি নেটিজেন মহল।

author-image
IE Bangla Web Desk
New Update
Northern Railway introduces foldable baby berths

ভারতীর রেলের তরফে বিশেষ এই বেবি বার্থ চালু করায় খুশি যাত্রীরা

করোনার প্রকোপ কিছুটা কমতেই সপরিবারে ভ্রমণের সবটুকু আনন্দ চেটেপুটে উপভোগ করতে বেড়িয়ে পড়েছে ভ্রমণপিপাসু মানুষজন। আর এর মাঝেই যাতে পরিবারের খুদে সদস্যের কোনরকম অসুবিধা না হয় তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফে।

Advertisment

এবার ভারতীয় রেলের তরফে চালু করা হয়েছে দূরপাল্লার ট্রেনে 'বেবি বার্থ’। আপাতত লখনউ মেইলের একটি বগিতেই এই বিশেষ সুবিধা থাকছে বলে জানিয়েছে ভারতীয় রেল। এখন এই ‘বেবি বার্থ’য়ের ভাড়াও নির্দিষ্ট হয়নি। এই বেবি বার্থের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় ভারতীয় রেলের তরফে।

মায়েদের জন্য আরামদায়ক ভ্রমণের লক্ষ্যেই এমন উদ্যোগ সেকথাও ইতিমধ্যেই জানানো হয়েছে ভারতীয় রেলের তরফে। লখনউ ডিভিশনের ডিআরএম এই বেবি বার্থের ছবি শেয়ার করার পাশাপাশি বিশ্ব মাতৃ দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন মহিলাদের। এদিকে এই ছবি সামনে আসতেই সেটির ডিজাইন, এবং গঠনগত নানা খুঁটিনাটি নিয়ে চর্চা শুরু হয়েছে নেট মাধ্যমে।

আরও পড়ুন: পার্টি থেকে উধাও দুর্মূল্য হীরের গয়না, পরে চোরের পেট থেকে উদ্ধার নেকলেস

অনেকেই এটির ডিজাইন নিয়ে প্রশ্ন তুলেছেন সেই সঙ্গে অনেকে আবার এর গুণমানের কথাও তুলে ধরে কমেন্ট জানিয়েছেন। তবে সকলেই রেলের তরফে এমন উদ্যোগের প্রশংসা জানিয়ে সব দূরপাল্লার ট্রেনেই এই ধরণের সুবিধার থাকারও দাবি জানিয়েছেন। সেই সঙ্গে অনেক যাত্রীই মন্তব্য করছেন ‘বেবি বার্থয়ের জায়গা খুব কম, এবং এতে বাচ্চাদের পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে’।

অনেকেই আবার এটির ডিজাইনে কিছু পরিবর্তন আনার কথাও জানিয়েছেন। সব মিলিয়ে ভারতীর রেলের তরফে বিশেষ এই বেবি বার্থ চালু করায় খুশি নেটিজেন মহল। তবে একটি বিশেষ ডিভিশনে নয় সব ডিভিশনেই দূরপাল্লার ট্রেনে এই ব্যবস্থা থাকা উচিত বলেও দাবি করেছেন নেটিজেনরা।

Indian Railways foldable baby berths
Advertisment