New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/cats-63.jpg)
ভারতীর রেলের তরফে বিশেষ এই বেবি বার্থ চালু করায় খুশি যাত্রীরা
ভারতীর রেলের তরফে বিশেষ এই বেবি বার্থ চালু করায় খুশি যাত্রীরা
করোনার প্রকোপ কিছুটা কমতেই সপরিবারে ভ্রমণের সবটুকু আনন্দ চেটেপুটে উপভোগ করতে বেড়িয়ে পড়েছে ভ্রমণপিপাসু মানুষজন। আর এর মাঝেই যাতে পরিবারের খুদে সদস্যের কোনরকম অসুবিধা না হয় তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফে।
এবার ভারতীয় রেলের তরফে চালু করা হয়েছে দূরপাল্লার ট্রেনে 'বেবি বার্থ’। আপাতত লখনউ মেইলের একটি বগিতেই এই বিশেষ সুবিধা থাকছে বলে জানিয়েছে ভারতীয় রেল। এখন এই ‘বেবি বার্থ’য়ের ভাড়াও নির্দিষ্ট হয়নি। এই বেবি বার্থের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় ভারতীয় রেলের তরফে।
On Mother's Day, Lucknow Divn of N.Rly. introduced a baby berth on experimental basis in Coach No.194129/B4, berth No 12 & 60. This will facilitate mothers travelling with their babies.
The fitted baby seat is foldable & secured with a stopper. @AshwiniVaishnaw @RailMinIndia pic.twitter.com/4jNEtchuVh— Northern Railway (@RailwayNorthern) May 9, 2022
Happy Mother's Day.
A baby berth has been introduced in Coach no 194129/ B4, berth no 12 & 60 in Lucknow Mail, to facilitate mothers traveling with their baby. Fitted baby seat is foldable about hinge and is secured with a stopper. @AshwiniVaishnaw @RailMinIndia @GM_NRly pic.twitter.com/w5xZFJYoy1— DRM Lucknow NR (@drm_lko) May 8, 2022
মায়েদের জন্য আরামদায়ক ভ্রমণের লক্ষ্যেই এমন উদ্যোগ সেকথাও ইতিমধ্যেই জানানো হয়েছে ভারতীয় রেলের তরফে। লখনউ ডিভিশনের ডিআরএম এই বেবি বার্থের ছবি শেয়ার করার পাশাপাশি বিশ্ব মাতৃ দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন মহিলাদের। এদিকে এই ছবি সামনে আসতেই সেটির ডিজাইন, এবং গঠনগত নানা খুঁটিনাটি নিয়ে চর্চা শুরু হয়েছে নেট মাধ্যমে।
আরও পড়ুন: পার্টি থেকে উধাও দুর্মূল্য হীরের গয়না, পরে চোরের পেট থেকে উদ্ধার নেকলেস
😅
Meanwhile.. a proven design in just about every commercial aircraft in the world begs for attention pic.twitter.com/spgyVezfve— Anish Matthai (@anishmatthai) May 11, 2022
Please do it for all trains, being a mother I also want to feel comfortable with my baby while traveling
— Richa Choudhary (@RichaSchoudhary) May 9, 2022
অনেকেই এটির ডিজাইন নিয়ে প্রশ্ন তুলেছেন সেই সঙ্গে অনেকে আবার এর গুণমানের কথাও তুলে ধরে কমেন্ট জানিয়েছেন। তবে সকলেই রেলের তরফে এমন উদ্যোগের প্রশংসা জানিয়ে সব দূরপাল্লার ট্রেনেই এই ধরণের সুবিধার থাকারও দাবি জানিয়েছেন। সেই সঙ্গে অনেক যাত্রীই মন্তব্য করছেন ‘বেবি বার্থয়ের জায়গা খুব কম, এবং এতে বাচ্চাদের পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে’।
অনেকেই আবার এটির ডিজাইনে কিছু পরিবর্তন আনার কথাও জানিয়েছেন। সব মিলিয়ে ভারতীর রেলের তরফে বিশেষ এই বেবি বার্থ চালু করায় খুশি নেটিজেন মহল। তবে একটি বিশেষ ডিভিশনে নয় সব ডিভিশনেই দূরপাল্লার ট্রেনে এই ব্যবস্থা থাকা উচিত বলেও দাবি করেছেন নেটিজেনরা।