scorecardresearch

দুর্দান্ত স্টেপে ফাটাফাটি ভিডিও, নাটু নাটু গানে তোলপাড় ফেলল ‘নরওয়ে ড্যান্স ক্রিউ’

এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে ২৮ লক্ষের বেশি ভিউ হয়েছে ভিডিওটির।

norwegian dance group, quick style, ram charan, jr ntr, naatu naatu, viral video, oscars,",
কুইকস্টাইল রিমিক্সে নাটু নাটু গানে তোলপাড় করা নাচ, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা।

Norwegian dance crew-এর সেরা পারফরম্যান্স, কুইকস্টাইল রিমিক্সে নাটু নাটু গানে তোলপাড় করা নাচ, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। ‘আরআরআর’ ছবির অস্কার জয়ী গান ‘নাটু-নাটু’-এর জনপ্রিয়তা আজকাল আকাশছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেন্ডি এই গান। বলিউডের সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, এই গানে রিল বানিয়ে মুহূর্তেই সোশ্যাল মিডিয়া শিরোনামে জায়গা করে নিচ্ছেন।

নরওয়ে ড্যান্স ক্রিউ সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই গানটির ওপর এক সেরা নাচের পারফরম্যান্স প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে ২৮ লক্ষের বেশি ভিউ হয়েছে ভিডিওটির। সামনে এসেছে নানা ধরনের মন্তব্য ।

‘নাটু-নাটু’ নাচ এবং এর ক্রেজ ক্রমাগত বাড়ছে। কয়েকদিন আগে কোরিওগ্রাফার প্রভুদেবাও এই গানে নেচেছিলেন। গানের তালে তার ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ভিডিও সম্পর্কে RRR অভিনেতা রামচরণের প্রতিক্রিয়াও সামনে আসে ভিডিওটিতে তিনি লিখেছেন- ‘এই স্টাইলে চমক দেওয়ার জন্য আমাদের গ্র্যান্ড মাস্টারকে ধন্যবাদ’।

‘নাটু-নাটু’ অস্কার জয়ের পর ভক্তদের জন্য নাচের ভিডিও শেয়ার করেছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। টাইগারকে নাটু-নাটুর হুক স্টেপে দর্শকদের চমকে দিতে দেখা গেছে। পাশাপাশি গানটিতে লিপ-সিঙ্ক করেছিলেন তিনি। ইনস্টাগ্রাম রিল শেয়ার করে তিনি আরআরআর-এর পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন।

কয়েকদিন আগে ভারতে কোরিয়ান দূতাবাস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিল। এই ভিডিওতে, কোরিয়ান রাষ্ট্রদূত চ্যাং জায়ে বক দূতাবাস অন্যান্য কর্মীদের সঙ্গে নাটু নাটু গানে নাচতে দেখা যায়। ৫৩ সেকেন্ডের এই ভিডিও ভাইরাল হয়েছে। এই নাচের প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী মোদী।

জার্মান কূটনীতিক ডঃ ফিলিপ অ্যাকারম্যান ভারত সফরে থাকাকালীন সময়ে এই গানের সঙ্গে পা মিলিয়েছেন।এই ভিডিওটিরও প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী মোদী।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Norwegian dance group gives special shoutout to ram charan and jr ntr with their naatu naatu performance