আমার উইকেন্ড ভালো করে দিয়েছে এই ছোট্ট ছেলেটি। এক অথবা দেড় বছরের এই শিশুটি বেলুন বিক্রি করছিল। বেলুনের রঙের থেকেও অনেক মিষ্টি ও রঙিন এই শিশুটি। এমনই আবেগ মিশ্রিত পোস্টের সঙ্গে বেলুন বিক্রি করা একরত্তি ছেলের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন নুসরত জাহান। অগত্যা ভাইরাল সেই ছবি।
সোমবার এই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন নুসরত জাহান।