scorecardresearch

‘আদর্শ প্রেমের সেরা ‘নির্দশন’! তরুণ প্রজন্মকে চ্যলেঞ্জ ছুঁড়লেন বৃদ্ধ দম্পতি

এই ভিডিওটি এখন পর্যন্ত হাজার হাজার ভিউ এবং লাইক পেয়েছে এবং ব্যবহারকারীরাও বলছেন যে এই ভিডিওটি আদর্শ প্রেমের এক সেরা উদাহরণ।

trending Video, viral video, Viral old couple video, Viral old couple video, Viral relationship goals video, Viral video of love, Video of true love, Cute video, Trending old couple video, old man clicking his wife's photo

সত্যিকরের ভালোবাসার ‘উদাহরণ’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও দেখেই আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা। ভিডিও দেখে ব্যবহারকারীরা বলেছেন- ‘Made For Each Other’। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে এক মিষ্টি প্রেমের গল্প। ভিডিওটিতে ‘বয়স্ক দম্পতি’কে ভালবাসা এবং একে অপরের প্রতি যত্নশীল মানসিকতা নেটিজেনদের হৃদয় জিতে নিয়েছে।

প্রেমে পড়া সহজ! সেই প্রেমকে জীবনের শেষদিন পর্যন্ত বয়ে বেড়ানো রীতিমত কঠিন। বৃদ্ধ বয়সেও একে অপরের প্রতি আনুগত্য ও ভালবাসার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা দেখলে আপনিও ‘সত্যিকারের ভালোবাসায়’ বিশ্বাস করতে শুরু করবেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও ক্লিপ ইন্টারনেট ব্যবহারকারীদের মন জয় করেছে, ভিডিওতে ‘বয়স্ক দম্পতি’কে দেখা যায় কীভাবে তারা তাদের প্রেমকে ‘আপ টু ডেট’ রেখে তরুণ প্রজন্মকে কঠিন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিচ্ছেন। জীবনে একজন ‘জীবনসঙ্গী’ খুঁজে পাওয়া সহজ, তবে এই সম্পর্কে নিঃশর্তভাবে এবং সম্পূর্ণ বিশ্বস্ততার সঙ্গে বজায় রাখাই প্রকৃত ভালবাসা।

প্রেমের এমন হাজার হাজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যাতে তরুণ প্রজন্ম প্রকৃত প্রেমের সম্পর্কের মানে বুঝতে পারে। এক বয়স্ক দম্পতির ভাইরাল এই ভিডিও, তরুণ প্রজন্মকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। সেই সঙ্গে তুলে ধরলেন ভালবাসার এক আদর্শ উদাহরণ।

ভিডিওর শুরুতে, স্কুটারে বসে থাকা একজন বয়স্ক ব্যক্তিকে রাস্তার ধারে তার হাতে ধরে থাকা মোবাইল থেকে সামনে বসে থাকা তাঁর স্ত্রী’র ছবি তুলতে দেখা যাচ্ছে। স্বামীর জন্য রীতিমত পোজ দিতে দেখা যায় তাকে। ছবিটি ক্লিক করার পরে, দম্পতিকে স্কুটারে চেপে সেখান থেকে চলে যেতে দেখা যায়। এই ভিডিওটি এখন পর্যন্ত হাজার হাজার ভিউ এবং লাইক পেয়েছে এবং ব্যবহারকারীরাও বলছেন যে এই ভিডিওটি আদর্শ প্রেমের এক সেরা উদাহরণ।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Old man clicking his wife photo giving relationship goal viral video