লতা মঙ্গেশকরের আইকনিক গানে বৃদ্ধের তোলপাড় ফেলা নাচ, ভিডিও দেখবেন নাকি?

বৃদ্ধের নাচের এই প্রাণবন্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্করভাবে ভাইরাল হচ্ছে।

বৃদ্ধের নাচের এই প্রাণবন্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্করভাবে ভাইরাল হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
influencer used relief fund on cosmetic surgery, relief fund spent on cosmetic surgery, cosmetic surgery and luxury life, makeup scam, woman scam in make up, woman splashes loan on surgery, fraud, fraud and surgery, covid fund, covid relief fund

বৃদ্ধের নাচের এই প্রাণবন্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্করভাবে ভাইরাল হচ্ছে।

আপনি নিশ্চয়ই লতা মঙ্গেশকরের গাওয়া 'সাজনা হ্যায় মুঝে, সাজনা কে লিয়ে…' আইকনিক গানটি শুনেছেন এবং এর একাধিক ভার্সনে কনটেন্ট ক্রিয়েটারদের নাচের নানান ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি বৃদ্ধের এই নাচ তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়। নাচে ধরা পড়েছে বৃদ্ধের পুরো অনুভূতি।

Advertisment

বৃদ্ধের নাচের এই প্রাণবন্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্করভাবে ভাইরাল হচ্ছে। আইকনিক গানে যেভাবে কোমর দোলাচ্ছেন ৮০ পার বৃদ্ধ তা দেখে চমকে যেতে বাধ্য।

Advertisment

উদয়পুরভিসিট নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওটি মানুষজন দারুণ ভাবে পছন্দ করেছেন। ভিডিওটি ৫৮ হাজারের বেশি মানুষ পছন্দ করেছেন।

viral