scorecardresearch

চলন্ত ট্রেনে অসুস্থ স্ত্রী’র সেবায় প্রাণপাত, ভিডিও দেখে আবেগে ভাসল নেটদুনিয়া

বৃদ্ধ দম্পতিকে একে অপরের প্রতি এমন যত্ন নিতে দেখে আপনার মন ভরে যাবে।

viral, trending
বৃদ্ধ বয়সেও অটুট এই ভালোবাসা ও যত্ন মানুষকে মুগ্ধ করেছে।

ট্রেনে অসুস্থ স্ত্রীকে খাবার খাওয়াতে দেখে নিজেকে আর স্থির রাখতে পারলেন না যাত্রী।  বৃদ্ধের সেই উদারতার ভিডিও, গোপনে করে শেয়ার করেলন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আর মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও। ভিডিও শেয়ার করে তিনি লিকেছেন,- ‘এই প্রেম দেখে আমি মুগ্ধ, এমন ভালবাসা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে’।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট r.maini-এ শেয়ার করা একটি ভিডিওতে বৃদ্ধ দম্পতিকে দেখে মন ভরে যাবে। ট্রেনে সফরকালীন সময় এক বৃদ্ধকে তার অসুস্থ স্ত্রীকে নিজের হাতে খাইয়ে দিতে দেখা গেছে। এমন ভালবাসা হৃদয় স্পর্শ করেছে লক্ষ লক্ষ মানুষের। ভাইরাল ভিডিওটি ৭ লাখের বেশি লাইক পেয়েছে।

বৃদ্ধ দম্পতিকে একে অপরের প্রতি এমন যত্ন নিতে দেখে আপনার মন ভরে যাবে। বৃদ্ধ বয়সেও অটুট এই ভালোবাসা ও যত্ন মানুষকে মুগ্ধ করেছে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধ দম্পতি ট্রেনের বার্থে বসে আছেন এবং বৃদ্ধ তার স্ত্রীকে নিজ হাতে খাওয়াচ্ছেন। কারণ সে অসুস্থ ছিল। তাদের মধ্যে এই ভালবাসা এবং সবাইকে আবেগপ্রবণ করে তুলেছে। এক সহযাত্রী মুহূর্তেই এই দৃশ্য ফ্রেমবন্দী করেন। সোশ্যাল মিডিয়ায় এমন মিষ্টি ভিডিও ভাইরাল হতেই তা লক্ষ মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে।

ভিডিওটি রাকেশ সাইনি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন- ‘গত কাল রাতে আমি এই লোকটিকে তার অসুস্থ স্ত্রীর হাত ধরে ট্রেনে উঠতে দেখেছি, কখনও খাওয়াচ্ছেন আবার কখনও টয়লেটে নিয়ে যাচ্ছেন। রাতে বিছানা তৈরি করে পরম আদরে ঘুম পাড়িয়ে দিচ্ছেন। এ যেন এক নিখাদ সারাক্ষণ ওদের দিকেই তাকিয়ে থাকলাম, নিজেকে আটকাতে পারলাম না। খুবই আবেগপ্রবণ হয়ে পড়লাম”।

হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিওটি দেখে এক ব্যবহারকারী লিখেছেন- “ আজকাল এমন ভালোবাসা কোথায়? অন্য এক ইউজার লিখেছেন- ‘এই বয়সেও দুজনের মধ্যে এমন ভালোবাসা! দুজনে সবসময় সুখে থাকবেন, ভাল থাকবেন!

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Old man seen feeding sick wife in train