scorecardresearch

গিটার হাতে ‘দরাজ কণ্ঠে’ গাওয়া বৃদ্ধের গান, ছুঁয়ে গেল লাখ হৃদয়! দেখুন সেরা ভিডিও

সোশ্যাল মিডিয়ায় সবার মন জয় করা এই ভিডিওটি খবর লেখা পর্যন্ত ৪ লাখ ৭৫ হাজারের বেশি ভিউ এবং ২ হাজারের বেশি লাইক পেয়েছে।

Viral Video of Guitar, Trending Video of Guitar, Amazing Video of Guitar, Shocking Video of Guitar, latest tending Video of Guitar, trending Video of Guitar on twitter, trending Video of Guitar on facebook, trending Video of Guitar on instagram, trending Video of Guitar on youtube,

কাঁপা হাতে গিটার বাজিয়ে দরাজ কণ্ঠে বৃদ্ধের গাওয়া গান মুগ্ধ করল নেটিজেনদের। আর মুহূরতেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল হতে যায়।অনেকেই বৃদ্ধের এমন দরাজ কণ্ঠে গাওয়া গান শুনে মন্তব্য করেছেন ‘ওল্ড ইজ গোল্ড’।  

সম্প্রতি, একজন বৃদ্ধের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ভিডিওতে তাঁকে মনোমুগ্ধকর ভঙ্গিতে গিটার বাজানোর পাশাপাশি দরাজ কণ্ঠে একটি গান গাইতে দেখা যায়। যা দেখে সকলেই বৃদ্ধের গানের ভক্ত হয়ে উঠেছেন।

এই ভিডিওতে বয়স্ক এই মানুষটিকে গিটার বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় সকলের মন জয় করতে দেখা যায়। এরপরই শুরু করেন দরাজ কণ্ঠে গাওয়া একটি গান, এই বয়সেও এমন দ্বীপ্তকন্ঠে অবাক নেটিজেনরা।  

সাধারণত এই বয়সে কিছু মানুষ নিজেদের ঘরে বন্দী করে রাখেন বা বেশিরভাগ সময় অবসরের জীবন কাটান। সেই দিক থেকে বৃদ্ধের এমন ভিডিও সকলের কাছেই অনুপ্রেরণা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের প্রতিভায় সকলকে একেবারে চমকে দিচ্ছেন এই বৃদ্ধ। ভিডিওতে বৃদ্ধকে প্রথমে গিটার বাজাতে দেখা যায়। এরপর তিনি সেরা স্টাইলে গান শুরু করেন।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। @Enezator নামের একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে পোস্ট করা হয়েছে ভিডিওটি। ভিডিওতে তাকে একটি টুপি এবং হাফ টি-শার্ট ও হাফ প্যান্ট পরে গিটার হাতে মাইকের সামনে বসে থাকতে এবং সেরা স্টাইলে নজরকাড়া পারফরমান্স প্রদর্শন করতে দেখা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় সবার মন জয় করা এই ভিডিওটি খবর লেখা পর্যন্ত ৪ লাখ ৭৫ হাজারের বেশি ভিউ এবং ২ হাজারের বেশি লাইক পেয়েছে। ভিডিওটি দেখে ব্যবহারকারীরা ক্রমাগত প্রবীণ ব্যক্তির দক্ষতার প্রশংসা করছেন। কিছু ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন ‘ওল্ড ইজ গোল্ড’।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Old man singing a song while playing guitar