মহম্মদ রফির কণ্ঠে গান গেয়ে সুরের ঝড়। বৃদ্ধের ভিডিও ভাইরাল হতেই ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় নাচ-গানের এমন অনেক ভিডিও রোজই ভাইরাল হচ্ছে। তার মাঝেই কিছু কিছু ভিডিও মুহূর্তেই নেটিজেনদের মন জয় করে নেয়। তেমনই এক বৃদ্ধের ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়।
ভাইরাল এই ভিডিওতে একজন বয়স্ক ব্যক্তিকে মোহাম্মদ রফির কণ্ঠে গান গাইতে দেখা যায়। ভাইরাল ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন দয়ানন্দ কাম্বলে নামে এক ব্যবহারকারী। ভিডিওতে দেখা যাবে, বৃদ্ধা গাইছেন মহম্মদ রফির অসাধারন গান ‘পুকর্তা চালা হুঁ’।
ব্যবহারকারীরা এই ভিডিও দেখে বৃদ্ধের সুরের প্রেমে পড়ে গিয়েছেন। সেই সঙ্গে ভিডিওতে লেখা ক্যাপশনও ব্যবহারকারীদের চোখে জল এনেছে। এই ভিডিওটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের একটি বৃদ্ধাশ্রমের। যেখানে কেউ একজন বৃদ্ধের গান গেয়ে রেকর্ড করে ভিডিওটি ইন্টারনেটে তুলে দেন। ৮৫ বছর বয়সেও বৃদ্ধের কণ্ঠ ঠিক মহম্মদ রফির মতোই। তা দেখে তাক লেগে গিয়েছে সকলের।
প্রবীণ এই ব্যক্তির প্রতিভা অবাক করেছে সকলকেই। এই ভাইরাল ভিডিওটি খবর লেখা পর্যন্ত টুইটারে ৫ হাজারের বেশি ভিউ এবং ২০০ টিরও বেশি লাইক পেয়েছে। একই সঙ্গে ব্যবহারকারীরা প্রবীণ এই ব্যক্তির সুরের প্রশংসা করছেন।