Advertisment

ইন্ডিয়ান আইডলের মঞ্চ কাঁপাচ্ছেন বাপ্পিদা, ভিডিও ভাইরাল, নস্ট্যালজিক নেটিজেনরা

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া জুড়ে অসংখ্য অনুরাগী শেষ শ্রদ্ধা জানাতে থাকেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইন্ডিয়ান আইডলের সিজন ১০-এ মঞ্চ কাঁপাচ্ছেন বাপ্পিদা

বাপি লাহিড়ির মৃত্যুতে শোকস্তব্ধ সারা দেশ। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির একটি টুইট বার্তায় লিখেছেন 'বাপি লাহিড়ির সমস্তটা জুড়ে ছিল সঙ্গীত, নানা ধরনের আবেগকে তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। প্রজন্মের পর প্রজন্ম তাঁর কাজ মনে রাখবে। প্রাণবন্ত স্বভাবের জন্য তাঁর অভাব বোধ করবে। তাঁর মৃত্যুতে শোকাহত। পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওঁ শান্তি”।

Advertisment

একই সঙ্গে টুইট বার্তায় শোক প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি টুইটে এক শোক বার্তায় লিখেছেন, “কিংবদন্তি গায়ক এবং সুরকার বাপি লাহিড়ী জীর মৃত্যু সংবাদে আমি শোকাহত। তাঁর মৃত্যু ভারতীয় সংগীত জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি করেছে। বাপি দা তার বহুমুখী গানের প্রতিভা এবং প্রাণবন্ত প্রকৃতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি”।

১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু জনেই ছিলেন সঙ্গীত শিল্পী। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’ জনেই ছিলেন গানের জগতের মানুষ। কিশোর কুমারের আত্মীয় বাপি ছোট থেকে বড় হয়েছেন সাঙ্গীতিক পরিবেশে। ৩ বছর বয়সে তবলা বাজানো দিয়ে শুরু। ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপি লাহিড়ি। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান।

২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ভারতীয় সঙ্গীতের ডিস্কো কিং। ‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ডান্স’, ‘হিম্মতওয়ালা’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, ‘সত্যমেব জয়তে’, ‘কম্যান্ডো’, ‘শোলা অউর শবনম’-এর মতো ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য। বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’-সহ একাধিক ছবিতে সুর দিয়েছেন। সোনার গয়না পরার ঝোঁক ছিল বাপি লাহিড়ির। গানের পাশাপাশি রাজনীতিতেও উত্সাহী ছিলেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া জুড়ে অসংখ্য অনুরাগী শেষ শ্রদ্ধা জানাতে থাকেন। অনেকেই নানান পুরনো দিনের একাধিক ভিডিও শেয়ার করেছেন। এমনই এই ভিডিওতে দেখা যাচ্ছে বাপ্পিদা ইন্ডিয়ান আইডল সিজন ১০-এর মঞ্চে এসে ‘ইয়াদ আ রাহা হ্যায়’ গানটি গাইছেন।

এবং বিচারকের আসনে বসা নেহা কক্কর, বিশাল দাদলানি এবং জাভেদ আলি উল্লাস প্রকাশ করছেন। এই ভিডিও টুইটারে আপলোড করেন, আইপিএস আধিকারিক দীপাংশু কাবরা। সেই সঙ্গে তিনি নিজেও শ্রদ্ধা জানান তাঁর প্রিয় সঙ্গীত সম্রাটকে। এদিকে এই ভিডিও সামনে আসতে ইন্ডিয়ান আইডলের সেই এপিসোডের কথা স্মরণ করে ফ্যানেরা খানিক নস্ট্যালজিক হয়ে পড়েন। দেখুন সেই ভিডিও।

Indian Idol Bappi Lahiri Yaad Aa Raha Hai
Advertisment