Advertisment

১৮ কেজি ওজনের সঙ্গী বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি, বিরল মুহূর্তের ভিডিও ভাইরাল

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে প্রকাশিত তথ্য অনুযায়ী, পেশায় কৃষক সুলতানের উচ্চতা আকাশছোঁয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
"Guinness World Record,world tallest man,world shortest man,world tallest and shortest men meet,GWR video,World Record,World Tallest man meets shortest,london,viral video

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে প্রকাশিত তথ্য অনুযায়ী, পেশায় কৃষক সুলতানের উচ্চতা আকাশছোঁয়া

বিশ্বের সবচেয়ে লম্বা এবং খাটো ব্যক্তিকে একসঙ্গে দেখা স্বপ্ন পূরণের চেয়ে কম নয়। আপনি যদি এই বিরল মুহূর্ত এখনও চাক্ষুষ না করে থাকেন তাহলে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল হ্যান্ডেলের তরফে করা এই পোস্টটি দেখুন। ভিডিওটি পুরোনো হলেও ভাইরাল আবারও।

Advertisment

তুরস্কের বাসিন্দা সুলতান কোসেন বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। ১০ ডিসেম্বর তিনি ৪১ বছরে পা দিলেন। এই উপলক্ষে, তার একটি পুরানো ভিডিও ভাইরাল হচ্ছে। যাতে তাকে বিশ্বের সবচেয়ে খাটো ব্যক্তির সঙ্গে দেখা করতে দেখা যায়। এই ভিডিওটি 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস' তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছে।

২০০৯ সাল থেকে বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি হওয়ার রেকর্ড রয়েছে সুলতানের। চন্দ্র বাহাদুর ডাঙ্গী বিশ্বের সবচেয়ে খাটো ব্যক্তির খেতাব পেয়েছেন। যার উচ্চতা মাত্র ৫৫ সেন্টিমিটার অর্থাৎ ১ ফুট ৮ ইঞ্চি লম্বা এবং তিনি নেপালের বাসিন্দা। তার ওজন ছিল মাত্র ১৪ কেজি। ২০১৪ সালে লন্ডনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তাদের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দুজনকে একসঙ্গে হাঁটতে ও করমর্দন করতে দেখা যায়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে প্রকাশিত তথ্য অনুযায়ী, পেশায় কৃষক সুলতানের উচ্চতা আকাশছোঁয়া। সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে লম্বা হাতের রেকর্ডটিও রয়েছে তার নামে। তার হাতের তালু এবং আঙ্গুলের দৈর্ঘ্য প্রায় ১১.২ ইঞ্চি। তার মানে এক ফুটের চেয়ে কয়েক সেন্টিমিটার কম। এর আগে এই রেকর্ডটি ছিল চীনের শি শুনের। যার উচ্চতা ছিল প্রায় ৭ ফুট ৯ ইঞ্চি।

লোকাল ট্রেন শহরের লাইফলাইন। অফিস টাইমে লোকাল টড়েনে চড়া এবং নামা যেন এক 'শিল্প'। আপনি যদি মুম্বইয়ে নতুন হয়ে থাকেন তাহলে লোকালে ভ্রমণ করা রীতিমত চ্যালেঞ্জিং। এবং হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যুগে, লোকাল ট্রেনে কিছু অনন্য ঘটনা সামনে আসে। যার ভিডিও ইন্টারনেটে ভাইরাল।

ভাইরাল ক্লিপে এক ব্যক্তিকে ট্রেনের গেটে দাঁড়িয়ে ভ্রমণ করতে দেখা যায়। কিন্তু এ সময় তিনি তার মোবাইলটি ট্রেনের বাইরে এমন জায়গায় রেখেছিলেন যে সাধারণ মানুষও তা দেখে অবাক। @aamchi_mumbai থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে – শুধুমাত্র মুম্বইতে…! এই প্রযুক্তি মুম্বইয়ের বাইরে যাওয়া উচিত নয়। খবর লেখা পর্যন্ত ভিডিওটি ৬০ লাখ ভিউ এবং ১ লাখ ২১ হাজার লাইক পেয়েছে।

Viral Video
Advertisment