/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/cats_2caf20.jpg)
সোশ্যাল মিডিয়ায় এক মহিলার একটি ভিডিও ভাইরাল হচ্ছে যা দেখলে আপনি চমকে উঠতে বাধ্য।
Trending Video: বয়স তো কেবল মাত্র একটি সংখ্যা, জিমে গিয়ে বৃদ্ধার ওয়ার্ক আউটের ভিডিও ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় এক মহিলার একটি ভিডিও ভাইরাল হচ্ছে যা দেখলে আপনি চমকে উঠতে বাধ্য।
আজকাল মানুষ তাদের ফিটনেস বেশ সচেতন। লোকেরা বুঝতে পেরেছে যে স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ এবং সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করছে। কেউ জিমে গিয়ে কঠোর পরিশ্রম করছেন তো, আবার কেউ কেউ সকালে দৌড়ে নিজেকে ফিট রাখার চেষ্টা করছেন। অন্যদিকে বয়স্ক মানুষরাও সকাল-সন্ধ্যা পার্কে হাঁটাহাঁটি করেন এবং কিন্তু এক বৃদ্ধার ভিডিও সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে পরিষ্কাড় বয়স কেবল একটি সংখ্যা। তার ব্যায়াম করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায় যে একজন মহিলা তার কাঁধে একটি লোহার রড রেখেছেন এবং সেই রডের সঙ্গে দুটি প্লেট লাগানো রয়েছে, যার ওজন ৪০ কেজি। তিনি বুড়ো হাড়ে জিমে ভেলকি দেখিয়ে চলেছেন। যা দেখে সকলেই রীতিমত অবাক। Weightliftermummy নামের একটি অ্যাকাউন্ট থেকে। এই লেখা পর্যন্ত ভিডিওটি ১ লাখ ৬৭ হাজারের বেশি লাইক পেয়েছে।মানুষও ভিডিওটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন- এটি একজন প্রকৃত ভারতীয় নারীর পরিচয়।