New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-147.jpg)
তাঁর এই নাচ মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
তাঁর এই নাচ মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
তাঁর এই নাচ মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
শরীরের বয়স বাড়লেও অনেকেই আছেন যারা মনের দিক থেকে একেবারে চিরতরুণ। তরুণ ও উৎফুল্ল হৃদয়ের সঙ্গে নেচে সকলকে চমকে দিয়েছেন এক বৃদ্ধ। তাঁর নাচ সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছে। নেচেই তিনি জিতে নিয়েছেন লাখো মানুষের হৃদয়। হ্যাঁ, আমরা বিজয় খারোতের কথা বলছি যিনি ইনস্টাগ্রামে তার নাচ দিয়ে মানুষকে বিনোদন দিচ্ছেন।
বিজয় খারোতে একজন সাধারণ মানুষ, তিনি বৃদ্ধ এবং সম্ভবত অবসর নিয়েছেন এবং তার বন্ধুদের সঙ্গে মজার সময় কাটান। তাকে প্রতিদিন সকালে কোনো না কোনো, মাঠে বা মোড়ে বন্ধুদের সাথে নাচ-গানে সামিল হতে দেখবেন। সম্প্রতি, বিজয় খরোতে রাজেশ খান্নার স্টাইলে তার মেরে স্বপ্নো কি রানি কাব আয়েগি তু..-তে একটি চমকে দেওয়ার মত নাচ করেছিলেন। তার অভিব্যক্তিও ছিল অসাধারণ এবং তার হাসি দেখে মনে হচ্ছিল তিনিও একজন সেলেব্রিটি। তাঁর এই নাচ মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
বিজয়ের এই ভিডিও দেখে শিশু-বৃদ্ধ-যুবক সবাইকেই তাক লাগিয়ে দিয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন- মানুষের উচিত তাদের জীবন এমন শক্তি নিয়ে বেঁচে থাকা।