Advertisment

'ওম নমঃ শিবায়' মন্ত্রোচ্চারণে ভারতের পাশে দাঁড়ালেন ইজরায়েলিরা, তুমুল ভাইরাল ভিডিও

এই ভিডিওটি দেখে বহু ভারতীয় ইজরায়েলিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা সুনামিতে দিশাহারা অবস্থা ভারতের। চতুর্দিকে মুমূর্ষু রোগীর হাহাকার, গণচিতার ছবি দেখে আঁতকে উঠেছে বিশ্ববাসী। একে একে সব দেশই ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে। আমেরিকা থেকে চিন, রাশিয়া, পাকিস্তান সবাই করোনা যুদ্ধে ভারতের পাশে। এবার ইজরায়েলিরাও অভিনব ভাবে ভারতের পাশে দাঁড়াল। সংস্কৃত মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভারতবাসীর মঙ্গল কামনা করলেন ইহুদিরা।

Advertisment

একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, ইজরায়েলিরা সংস্কৃততে 'ওম নমঃ শিবায় মন্ত্রোচ্চারণ' করছেন। ইজরায়েলে ভারতীয় কূটনীতিবিদ পবন কে পাল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন যখন গোটা ইজরায়েল আশার আলো দেখাচ্ছে। ইতিমধ্যেই ভিডিওটি এক লক্ষেরও বেশি ভিউ হয়েছে। তেল আভিভের হাবিমা স্কোয়্যারে জড়ো হয়ে অনেক ইহুদিরা এই 'ওম নমঃ শিবায়' মন্ত্রপাঠ করছেন।

এই ভিডিওটি দেখে বহু ভারতীয় ইজরায়েলিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ইতিমধ্যেই ইজরায়েল কোভিডমুক্ত হয়েছে। সেখানে গণটিকাকরণ প্রক্রিয়া সফল হয়েছে। মাস্ক ছাড়াই এখন সেখানে নাগরিকরা রাস্তায় ঘুরে বেড়ান। এর আগে ইজরায়েলের তরফে ভারতকে জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সামগ্রী দিয়ে সাহায্য পাঠানো হয়েছিল।

coronavirus Israel
Advertisment