Advertisment

পার্কিং নিয়ে বচসা, চপ্পল খুলে পুলিশ কর্মীকে উত্তম মধ্যম মহিলা টোটো চালকের, ভিডিও ভাইরাল

টোটোর দাপট সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে।

author-image
IE Bangla Web Desk
New Update
On camera, woman e-rickshaw driver hits traffic cop with slippers in Ghaziabad

পার্কিং নিয়ে বচসা, চপ্পল খুলে পুলিশ কর্মীকে উত্তম মধ্যম মহিলা টোটো চালকের, ভিডিও ভাইরাল

শহর ও শহরতলীর রাস্তা ঘাটে টোটো নিয়ে টোটো চালক পুলিশের মধ্যে বচসার চিত্র নতুন নয়। টোটোর দাপট সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। তবে এই চিত্র শুধু যে বাংলায় তা নয়। সারা দেশেই অব্যাহত টোটোচালকদের দৌরাত্ম। তার তারই এক খণ্ড চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পার্কিং নিয়ে বচসার জেরে পুলিশ কর্মীকে চপ্পল হাতে মার মহিলা টোটোচালকের। ঘটনার আকস্মিকতায় রীতিমত ঘাবড়ে গিয়েছেন ওই পুলিশকর্মী।

Advertisment

গাজিয়াবাদে এক মহিলা টোটো চালক চপ্পল হাতে পুলিশের এই আধিকারিকের ওপর ঝাঁপিয়ে পড়েন। পুলিশ ওই মহিলা চালককে রাস্তায় টোটো পার্কিং করতে নিষেধ করেন। সেই থেকে শুরু হয় বচসা। বচসা থেকে তর্কাতর্কি ও হাতাহাতি শুরু হয়। মহিলা টোটো চালক রাস্তার মাঝখানে তার চপ্পল খুলে পুলিশকে মারতে শুরু করেন। সেখানে উপস্থিত লোকজন এই ঘটনার ভিডিও করেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ঘটনার পরই পুলিশ ওই মহিলাকে আটক করে। তার টোটোটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে মহিলা ওই টোটো চালককে চপ্পল দিয়ে পুলিশ আধিকারিককে প্রকাশ্যে মারতে দেখা যায়। ইন্সপেক্টর মহিলাকে কয়েকবার চলে যেতে বলেন। কিন্তু তিনি সেখান থেকে না সরে গিয়ে বচসা বাড়াতে থাকেন।

ঘটনাস্থলে অনেক মানুষ মুহূর্তেই জড়ো হন। সকলেই দাঁড়িয়ে ঘটনা দেখতে থাকেন। কেউই মহিলাকে থামাতে এগিয়ে আসেন নি। মোবাইল বের করে ঘটনার ভিডিও করতে থাকেন মানুষজন। গোটা ঘটনা প্রসঙ্গে ট্রাফিক ইন্সপেক্টর যোগেশ পান্ত জানিয়েছেন, ওই মহিলা ই-রিকশা চালান। যানজটের সৃষ্টির কারণে ওই মহিলাকে রাস্তার মাঝখানে টোটো পার্কিং করতে বারণ করা হলে তিনি পুলিশ কর্মীর ওপর চড়াও হন । ট্রাফিক সাব-ইন্সপেক্টর সেখান থেকে ই-রিকশা সরিয়ে নিতে বলেছিল, যার জেরে বিরোধ বাধে। মহিলাকে আটক করা হয়েছে। তার টোটোটি বাজেয়াপ্ত করা হয়েছে।

Viral Video
Advertisment