Trending Video: স্বাধীনতা দিবসে সন্তান কোলে চোখ ধাঁধানো পারফরমেন্স, মহিলার প্রতিভাকে স্যালুট

ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই মহিলার প্রশংসা করতে বাধ্য হবেন।

ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই মহিলার প্রশংসা করতে বাধ্য হবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
"Independence Day, Viral Video, Talent, Women showed her talent, Viral News, Trending Video,

ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই মহিলার প্রশংসা করতে বাধ্য হবেন।

Trending Video: স্বাধীনতা দিবসে সন্তান কোলে নিজের প্রতিভা দেখালেন মহিলা। ভিডিও দেখে মহিলাকে কুর্নিশ জানালেন সক্লে। তেরঙা শাড়ি পড়ে নিজের প্রতিভা দেখালেন এক মহিলা। এরই একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই মহিলার প্রশংসা করতে বাধ্য হবেন।

Advertisment

দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। আজকের দিনেই সন্তান কোলে এক মহিলা এমন এক প্রতিভা দেখিয়েছেন যা দেখে অবাক হতে বাধ্য হবেন। এই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, স্বাধীনতা দিবস উপলক্ষে একজন মহিলা জাতীয় পতাকা তুলেছেন এবং তিনি নিজেই তেরঙা শাড়ি পরেছেন। মহিলার কোলে একটি ছোট শিশুও রয়েছে যাকে তিনি এক হাতে ধরে রেখেছেন। অন্য হাতে দুটি বোতল রয়েছে যার মাথায় আগুন জ্বলছে। একই দুটি বোতল বারবার শূন্যে ছুড়ে অবলীলায় সেগুলিকে ধরে ফেলছেন তিনি। মহিলা তার স্টান্টটি খুব ভালভাবে সম্পন্ন করেছেন।

আরও পড়ুন - < Ola Electric Motorcycle: তিনটি বাইক লঞ্চ করল OLA, দুর্দান্ত লুকের সঙ্গে পান সেরা মাইলেজ, ফিচার্স >

Advertisment

এই ভিডিওটি @Gulzar_sahab নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা, 'ইন্ডিয়ান ট্যালেন্ট।' খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১০ হাজার মানুষ। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন- ভারতীয়দের কুর্নিশ। আরেক ব্যবহারকারী লিখেছেন- প্রতিভার প্রশংসা করতেই হবে। তৃতীয় ব্যবহারকারী লিখেছেন- ওয়াও সুপার।

viral Trending News