Advertisment

Viral Video: কার্গিল বিজয় দিবসে সেনাকে স্যালুট একরত্তির, ভিডিও দেখে গর্বে বুক ভরে যাবে

ভিডিওটি দেখেছেন দু'লাখের বেশি মানুষ। ভিডিওটি দেখার পর এক ব্যবহারকারী লিখেছেন- ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট। অপর একজন ব্যবহারকারী লিখেছেন- জয় হিন্দ জয় ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
"Viral Video, Viral News, Trending News, Kargil Vijay Divas, Kargil War, Viral

কার্গিল বিজয় দিবসে সেনাকে স্যালুট একরত্তির, ভিডিও দেখে গর্বে বুক ভরে যাবে

Viral Video: দেশ জুড়ে পালিত হচ্ছে ২৫ তম কার্গিল বিজয় দিবস। ভারত ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন সময়ে মোট তিনটি যুদ্ধ সংঘটিত হয় এবং তিনটিতেই ভারত জয়ী হয়। তবে সবচেয়ে বিপজ্জনক যুদ্ধ হিসেবে ধরা হয় কারগিল যুদ্ধকে। পাকিস্তান থেকে ভারতে আসা অনুপ্রবেশকারীদের উপযুক্ত জবাব দিয়ে আমাদের দেশের সেনারা তাদের দেশ থেকে বিতাড়িত করে। ১৯৯৯ সালের যুদ্ধে জয়লাভ করেছিল। কিন্তু এই যুদ্ধে আমাদের অনেক সাহসী বীর শহীদ হয়েছেন। এবং তারপর থেকে আমরা প্রতি বছর ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস হিসাবে উদযাপন করি এবং আমাদের বীর সেনাদের প্রতি সম্মান প্রদর্শন করি। আজ দেশ ২৫ তম কার্গিল বিজয় দিবস উদযাপন করছে এবং এরই মধ্যে একটি সুন্দর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কিছু সেনা তাদের একটি সাঁজোয়া যানের কাছে দাঁড়িয়ে ডিউটি করছে। ঠিক তখনই একটি ছোট শিশু তাদের দিকে হেঁটে আসে এবং তাদের একটি তেরঙ্গা উপহার দেয়। সেনারা সেই তেরঙ্গা নিয়ে যায়। সেখান থেকে যাওয়ার সময় শিশুটি হঠাৎ ঘুরে সেনাদের স্যালুট করতে দেখা যায়। এর পালটা সেনাদেরও তাকে স্যালুট করতে দেখা যায়। এই ভিডিওটি পুরনো হলেও কার্গিল বিজয় দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হচ্ছে।

আরও পড়ুন - < Emotional video: দুরন্ত কৃতিত্বে মারকাটারি সাফল্য, চা’ওয়ালার মেয়ের কীর্তিকে গর্বে বুক ভরে যাবে >

এই ভিডিওটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটারে) @BhawaniPallavi নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন দু'লাখের বেশি মানুষ। ভিডিওটি দেখার পর এক ব্যবহারকারী লিখেছেন- ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট। অপর একজন ব্যবহারকারী লিখেছেন- জয় হিন্দ জয় ভারত।

Social Media viral Trending News
Advertisment