সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল এক অভিনব প্রতিভার ভিডিও। গান গেয়ে নয়, গলা ও মুখের ভঙ্গিমায় একের পর এক বাজনা বাজিয়ে চলেছেন তিনি। যা শুনে মন মজেছে নেট পাড়ার।
ইনি হত দরিদ্র একজন অন্ধ ভিখারি। ট্রেনে অভিনব প্রতিভা সহ বাজনা বাজিয়ে গান করে ভিক্ষা করেন তিনি। যে ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে শিল্পী ট্রেনের যাত্রীদের শোনাচ্ছেন ‘প্রেম জেগেছে আমার মনে’। মুখ থেকে বের করা একের পর এক নতুনত্ব আওয়াজে অবাক নেট নাগরিকরা। সোশাল মিডিয়ায় সোমনাথ সাহা নামের এক ইউজার ভিডিওটি শেয়ার করে জানিয়েছে, ‘ট্রেনের এই রকম মানুষ গুলোর সত্যিই অনেক প্রতিভা থাকে। কিন্তু এরা সেই প্রতিভার যোগ্য সন্মান টুকু পায় না’।