New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/viral-feature.jpg)
ইতিমধ্যে হাজার তিনেক লাইক, দুই হাজার সাতশ শেয়ার ও কমেন্টের ঝড়ে ভরে উঠেছে ঋদ্ধি বাবুরফেসবুক টাইমলাইন।
সম্প্রতি ভাইরাল ছোট্ট খুদের গাওয়া গানের ভিডিও। 'শ্যামা নামের লাগল আগুন আমার দেহ ধূপকাঠিতে' গানটি খালি গলায় গাইছে সে। বাবা ঋদ্ধি রায় তার ভিডিও শেয়ার করেছেন ফেসবুকে। যা মন জয় করেছে নেটিপাড়ার।
ভিডিওটি শেয়ার করে ঋদ্ধি বাবু লিখেছেন, 'শ্যামানামের লাগলো আগুন আমার ছেলে #সমৃদ্ধর গাওয়া শ্যামা মায়ের গান, গাইবার চেষ্টা করেছে, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।❤️❤️❤️' ছোট্ট খুদের এই চেষ্টা মন কেড়েছে সোশাল মিডিয়ার। অগত্যা, ভাইরালের তকমা পেয়েছে এই ভিডিও। ইতিমধ্যে হাজার তিনেক লাইক, দুই হাজার সাতশ শেয়ার ও কমেন্টের ঝড়ে ভরে উঠেছে ঋদ্ধি বাবুরফেসবুক টাইমলাইন।
আরও পড়ুন: ‘বিলিভারে’র সুর গিটারে বাজিয়ে ভাইরাল আসানসোলের ঝর্ণা দেবী ও অনিরুদ্ধ