অনাহারের মুখে ঠেলে দিয়েছে করোনা! রাস্তায় পড়ে যাওয়া দুধ খাচ্ছে মানুষ ও একদল কুকুর

চলে গিয়েছে রোজগার। সোশ্যাল মিডিয়া মারফত সারা দেশ থেকে উঠে আসছে অনাহারের ছবি।

চলে গিয়েছে রোজগার। সোশ্যাল মিডিয়া মারফত সারা দেশ থেকে উঠে আসছে অনাহারের ছবি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দুর্ভিক্ষের কথা মনে করিয়ে দিচ্ছে করোনাভাইরাস। এমনই মন্তব্যে ভাইরাল আগ্রার রাস্তার ভিডিও। দুর্ভিক্ষের সময় মানুষ ও কুকুর রীতিমতো লড়াই করে খাবার খেয়ে ছিল ডাস্টবিন থেকে। ফের সেই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল!

Advertisment

আগ্রার রাস্তায় পড়ে যাওয়া দুধ চেটে খেতে দেখা গেল একদল কুকুর ও একটি মানুষকে। আগ্রার রামবাগ চৌহারের রাস্তায় তোলা হয়েছে এই ভিডিওটি। রাস্তা দিয়ে যাওয়ার সময় উল্টে যায় দুধের গাড়ি। গোটা রাস্তা দিয়ে নদীর মতো বয়ে যায় দুধ। সেই বয়ে যাওয়া দুধ চেটে খায় মানুষ ও পাঁচটি কুকুর। কিছুক্ষণ পর একটি মাটির পাত্র নিয়ে এসে রাস্তা থেকে দুধ তুলে নেন ওই পথচারী।

করোনা ভাইরাসের জেরে গোটা দেশে যে লকডাউন ঘোষণা করা হয়েছে, তা আচমকাই মানুষকে দারিদ্রতার দিকে ঠেলে দিয়েছে। বহুমানুষ আজ রোজগারহীন। সোশ্যাল মিডিয়া মারফত সারা দেশ থেকে উঠে আসছে অনাহারের ছবি।

Advertisment

coronavirus corona