New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/feaure-14.jpg)
বলিং, ব্যাটিং, ফিল্ডিং সব নিজেই করলেন সে। যা দেখে হেসে লুটোপুটি নেট নাগরিকরা।
লকডাউন। বন্ধু বান্ধব কেউ নেই। এদিকে ক্রিকেট খেলার সখ জেগেছে। বাইশ গজ তো দূরের কথা, বলিং এর জন্য একজন সঙ্গীও জুটছে না। তাহলে উপায়? ফন্দি আঁটলেন এক যবুক। বলিং, ব্যাটিং, ফিল্ডিং সব নিজেই করলেন সে। যা দেখে হেসে লুটোপুটি নেট নাগরিকরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবক এক দিকে রঙের কৌটো রেখে অন্যদিকে প্লাস্টিকের একটি টুলকে উইকেট বানিয়েছেন। এক দিক থেকে বল করেই অন্য দিকে গিয়ে ব্যাট করছেন তিনি। বল পৌঁছানোর আগেই সেই জায়গায় গিয়ে ফিল্ডিং করছেন তিনি। বল তুলে নিয়ে রান আউট করতেও দেখা যায় তাঁকে। কী করে সম্ভব এত কিছু একসঙ্গে?
দেখুন ভাইরাল ভিডিও...
@rajvendersinghLockdown@day4##LifebuoyKarona ##1milllionauditon #@harpreetharry9 @jayvindersingh♬ original sound - ???? chand ????