Advertisment

মুখের আড়ালেই লুকিয়ে ২৫টি প্রাণী, ৭৫ সেকেন্ডের মধ্যে খুঁজুন দেখি!

মাত্র ১ শতাংশ পাঠক এই ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
optical illusion, optical illusion find the hidden animals, optical illusion face, optical illusion for kids, optical illusion in Hindi, optical illusion games, optical illusion test, optical illusion personality tests

মাত্র ১ শতাংশ পাঠক এই ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছেন।

অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম হল আদতে আলোর খেলা। সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে এই ধরণের অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম। ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এই ধরণের অপটিক্যাল ইলিউশন।

Advertisment

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি অপটিক্যাল ইলিউশনের ছবি। খুবই ভাইরাল হয়েছে এই ছবিটি। যেখানে মানুষের মুখের আড়ালে লুকিয়ে রয়েছে ২৫টি প্রাণী। আপনার কাজ হল ৭৫ সেকেন্ডের মধ্যে সেই ২৫টি প্রাণীকে খুঁজে বের করা করা।

এই বিশেষ ছবিটি ১৬ শতকের শৈলিতে ফুটিয়ে তোলা হয়েছে। মানুষের মুখের আড়ালে রয়েছে ২৫টি প্রাণী। এক এক করে ৭৫ সেকেন্ডের মধ্যে আপনাকে খুঁজে বার করতে হবে সবকটি প্রাণীকে। এর মধ্যে সাধারণ ভাবে দেখলে আপনি যেগুলি খুঁজে পাবেন সেগুলি হল- ময়ূর, ঘোড়া, তিমি, ভাল্লুক, ক্যাঙ্গারু, বাঘ, ঈগল, খরগোশ, কচ্ছপ, শিয়াল। এছাড়াও অনেকগুলি প্রাণী লুকিয়ে রয়েছে মুখের আড়ালে।

publive-image
মুখের আড়ালে লুকিয়ে ২৫টি প্রাণী

বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এমন ছবি দেখতে পাওয়া যায় যেগুলো একবার দেখলেও ঠিক অর্থ বোঝা সম্ভব নয়। তাই আপনাকে ছবিটি ভালভাবে খুঁটিয়ে দেখতে হবে। এবং সেখান থেকে বের করতে হবে ২৫টি লুকিয়ে থাকা প্রাণীকে। মাত্র ১ শতাংশ পাঠক এই ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছেন।

আরও পড়ুন: <চু কিত কিত কিত কিত…..কাঁচা বাদাম সুপারহিট! নয়া গানে বাজিমাত ভুবন বাদ্যকরের>

আপনি যদি ৭৫ সেকেন্ডের মধ্যে এই উত্তর আমাদের দিতে পারেন তাহলে আপনি হবেন সেই ১ শতাংশ মানুষের মধ্যে যারা এই ধাঁধাঁর সঠিক উত্তর দিয়েছেন। আসলে প্রাণীগুলো ছবির রঙের সঙ্গে এমন ভাবেই মিশে রয়েছে সেগুলিকে খুঁজে পাওয়া একটু দুস্কর।

publive-image
ভাল করে খুঁজে দেখুন

এই ছবিতে লুকিয়ে রয়েছে আরশোলা, স্টার ফিস, সাপ সহ আরও একাধিক প্রাণী। একে একে খুঁজে নিন, ২৫টি প্রাণীকে। আমরা নিশ্চিত আপনি ৭৫ সেকেন্ডের মধ্যে ২৫টি প্রাণীকে খুঁজে পেয়েছেন। আমাদের কমেন্টে জানান, কোন কোন প্রাণীকে আপনি খুঁজে পেলেন? আর কত সময়ের মধ্যে আপনি এই অসম্ভব কাজটি করলেন!

viral Optical Illusion
Advertisment