New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-234.jpg)
বিশ্বের একমাত্র ফরচুনার গাড়ি যার ভিতরে রয়েছে টয়লেট ।
বিশ্বের একমাত্র ফরচুনার গাড়ি যার ভিতরে রয়েছে টয়লেট ।
বিশ্বের একমাত্র ফরচুনার গাড়ি যার ভিতরে রয়েছে টয়লেট ।
বিশ্বের একমাত্র ফরচুনার গাড়ি যার ভিতরে রয়েছে টয়লেট । আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওটি দেখার পরে, সকলেই একেবারে তাজ্জব। এক যুবক তার একটি ফরচুনার গাড়িতেই বানিয়ে নিয়েছেন অত্যাধুনিক টয়লেট।
ফরচুনার ভারতের অন্যতম পছন্দের গাড়ি। এই গাড়িতে, ভাল জায়গা পাওয়ার পাশাপাশি আপনি হাই-টেক ফিচারও পাবেন। কখনও কোন ফরচুনার গাড়িতে তৈরি টয়লেট দেখেছেন? আপনি যদি এখনও পর্যন্ত এমন ঘটনার কথা না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি কেবল আপনারই জন্য। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে দেখা যাচ্ছে এক যুবক দারুণ কায়দায় ফরচুনার গাড়ির ভিতরে একটি টয়লেট তৈরি করেছেন। ভিডিওটি দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা।
টয়লেটের পাশাপাশি আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে
আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি ফরচুনার গাড়ির ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওতে আপনি একটি কালো ফরচুন গাড়ি দেখতে পাবেন। ভিডিওতে আপনি যখন গাড়ির ভিতরটা দেখবেন আপনি দেখতে পাবেন পিছনের দিকে একটি আসনের জায়গায় একটি টয়লেট রয়েছে। টয়লেটের পাশাপাশি গাড়িতে একটি জলের ট্যাঙ্কও বসানো হয়েছে।
Kuch bhi chal raha hai innovation ke naam par 😂😂😂😂 pic.twitter.com/O100TSzVgW
— desi mojito 🇮🇳 (@desimojito) November 24, 2023
শুধু তাই নয়, আপনি টয়লেটে জেট স্প্রে সহ একটি চার্জিং পয়েন্টও দেখতে পাবেন।এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটারে) @desimojito নামে একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, 'উদ্ভাবনের নামে যা কিছু হচ্ছে।' খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১ লাখ ৪৮ হাজার মানুষ। একজন ইউজার লিখেছেন- এটি ৫০ লাখ টাকার সুলভ শৌচালয়