New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cats_6b49fa.jpg)
লোকসভা ভোটে বাংলার কটা আসন পেতে চলেছে শাসকদল?
সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ওপিনিয়ন পোলের একটি স্ক্রিন শট।
লোকসভা ভোটে বাংলার কটা আসন পেতে চলেছে শাসকদল?
<এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে Newschecker.in, যা অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ>
লোকসভা ভোটে বাংলার কটা আসন পেতে চলেছে শাসকদল? বিজেপির ঝুলিতেই বা কতগুলি আসন থাকবে? তরুণ ব্রিগেড কী পারবেন ২৪-এর নির্বাচনের সিপিএমের খরা কাটিয়ে উঠতে? এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ওপিনিয়ন পোলের একটি স্ক্রিন শট। যাতে দেখা যাচ্ছে শাসকদল পেতে চলেছে ৩৪টি আসন। বিজেপি আটটি, বাম ও কংগ্রেসের ঝুলিতে রয়েছে শূন্য। এমন একটি পোস্ট এক ইউজার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, "আমার ১০ দিন আগের সমীক্ষা ও আজকের বেসরকারি টেলিভিশন চ্যানেলের সমীক্ষা হুবহু মিলে গেল"।
এবিষয়ে ফ্যাক্ট চেক করতে আসরে নামে নিউজচেকার ডট ইন। ইউটিউবে সার্চ করে ভাইরাল স্ক্রিনশটটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পায় নিউজচেকার ডট ইন। যেটি ২০১৯ সালের ১১ মার্চ ওই চ্যানেলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছিল। তার সঙ্গে ২৪-এর ওপিনিয়ন পোলের কোন যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। তাই এই পোস্টটি যেটি ২০২৪-এর লোকসভা ভোটের ওপিনিয়ন পোল বলে দাবি করা হচ্ছে সেটি ভুয়ো।
<এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে Newschecker.in, যা অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ>