সিংহের আড়ালে লুকিয়ে রয়েছে এক বিখ্যাত ব্যক্তিত্ব, বলতে হবে তিনি কে?

অদ্ভুত সৃজনশীলতার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিটি।

অদ্ভুত সৃজনশীলতার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিটি।

author-image
IE Bangla Web Desk
New Update
optical illusion, trending news, trending optical illusion, viral news, optical illusion marathi news, sachin tendulkar, group of lions

সিংহের আড়ালে লুকিয়ে রয়েছে এক বিখ্যাত ব্যক্তিত্ব, বলতে হবে তিনি কে?

অপটিক্যাল ইলিউশন মানেই একরাশ বিস্ময়।  এমনই একটি ছবি ভাইরাল হচ্ছে ইন্টারনেট জগতে। এই ছবিতে চার-পাঁচটি সিংহকে দেখা যাচ্ছে। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে এই ছবিতেও একটি মুখ লুকিয়ে আছে? এটা কি আদৈও সম্ভব বলে আপনি মনে করেন? কিন্তু এটা সত্যি। এই মুখটি কার? এই প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে।  

Advertisment

চার-পাঁচটি সিংহের এই ছবিটি খুবই বিভ্রান্তিকর। ভাইরাল হওয়া এই ছবিতে চার-পাঁচটি সিংহ দেখা যাচ্ছে। কিছু সিংহকে বসে থাকতে দেখা যায়; কিছু সিংহকে হাঁটতে দেখা যায়। এই সিংহগুলোর মধ্যে কি সত্যিই কি কারুর মুখ লুকিয়ে আছে? যদি থাকে তবে সেটি কার?

এই ছবিতে প্রথমে আপনি চার বা পাঁচটি সিংহ দেখতে পাবেন; কিন্তু ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে একজন মহান ব্যক্তিত্বের মুখ। তার জন্য আপনাকে এই ছবিটি চার দিক থেকে দেখতে হবে। তারপরে আপনি এই ফটোতে বিশ্বের অন্যতম সেরা মানুষটি মুখ দেখতে পাবেন। সৃজনশীলতার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিটি।  

Advertisment

এই ছবিটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট dj_akki_official.82 থেকে শেয়ার করা হয়েছে এবং অনেক ব্যবহারকারী এই ছবিটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ব্যবহারকারীরা ছবির সৃজনশীলতার প্রশংসা করেছেন।

Viral Video